Festival

Biswa Bangla Sarad Samman: জল সংরক্ষণের বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরের ‘সেরা পুজো’ রাঙমাটি, পুরস্কৃত ধাদিকাও!’সেরা প্রতিমা’ পিড়াকাটা, হুমগড়, বিবিগঞ্জের; মণ্ডপে সেরা প্রেমবাজার, আমলাশুলি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: জল সংরক্ষণের বার্তা দিয়ে এবার “বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২৩”- এ পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো হিসেবে মনোনীত হলো মেদনীপুর শহরের রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও, সেরা পুজো মনোনীত হয়েছে- গড়বেতার ধাদিকা সর্বজনীন দুর্গোৎসব (যুব গোষ্ঠী), দাসপুরের সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব সংঘ এবং খড়্গপুরের পল্লীশ্রী সর্বজনীন দুর্গাপূজা কমিটি। অপরদিকে, জেলা প্রশাসনের বিচারে সেরা মণ্ডপ হিসেবে যে ৪টি পুজো মনোনীত হয়েছে, সেগুলি হল- প্রেমবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর), নেতাজি ব্যায়ামাগার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর), কলাইকুন্ড চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল) এবং আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি (গড়বেতা)।

প্রেমবাজার:

অন্যদিকে, ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ এর ‘সেরা প্রতিমা’ বিভাগে এবার যে ৪টি পুজো মনোনীত হয়েছে, সেগুলি হল- জঙ্গলমহল শালবনী ব্লকের পিড়াকাটা বাজার দুর্গাপূজা কমিটি, হুমগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি (গড়বেতা), বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর) এবং গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এছাড়াও, পরিবেশ ও সমাজ সচেতনতা বিভাগে জেলার যে সেরা ৩টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে, সেগুলি হল- পুলিশ লাইন হাউসিং দুর্গোৎসব সমিতি (মেদিনীপুর শহর), নজরগঞ্জ সমাজবাড়ি দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর) এবং বারুনীঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল)। মোট ৪-টি বিভাগে এবার জেলার সেরা পুজো হিসেবে ১৫-টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। শুক্রবার, মহা ষষ্ঠীর সন্ধ্যায় জেলাশাসকের কার্যালয়ে স্বয়ং জেলাশাসক খুরশিদ আলি কাদরী এই পুজো কমিটিগুলির সদস্যদের হাতে উপহারস্বরূপ স্মারক এবং পুরস্কার মূল্যের চেক (যথাক্রমে- ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার) তুলে দেন।

ধাদিকা:

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার এবার অন্যতম সেরা পুজো হিসেবে রাঙমাটি সর্বজনীন দুর্গোৎসব নিজেদের থিমে ‘জল সংরক্ষণ’ এর বার্তা দিয়েছে। মন্ডপ শয্যায় সমুদ্রস্তর দেখানো হয়েছে। তাঁদের প্রতিমা সাবেকি ঘরানার। প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার জেলাবাসীর নজর কেড়েছে। বরাবরের মতোই নজর কেড়েছে প্রেমবাজারের পুজোও। রাজস্থানের ‘ঘুঙ্গুরের ঘটা’ থিমে হাওয়া মহলের সৌন্দর্য ধরা পড়েছে প্রেমবাজারে। প্রায় কুড়ি লক্ষ টাকার বাজেট এবার গড়বেতার ধাদিকার পুজোতেও। তাঁদের মন্ডপ হয়েছে বৃন্দাবনের প্রেমকুঞ্জের আদলে। জেলাবাসীর নজর কেটেছে জঙ্গলমহল পিড়াকাটার পুজোও। প্রায় ২২ লক্ষ টাকা বাজেটের এই পুজোতে এবার রোমের ভ্যাটিকান সিটির চার্চের সৌন্দর্য ধরা পড়েছে। অসাধারণ আলোকসজ্জা আর পরিবেশও নজরকাড়া। সাবেকি প্রতিমা-র সৌন্দর্য মুগ্ধ করেছে জেলাবাসী তথা জেলা প্রশাসনকেও।

পিড়াকাটার প্রতিমা :

পিড়াকাটার মণ্ডপ:

বিজ্ঞাপন (হোটেল অন্নপূর্ণা, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর):

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago