Examination

Madhyamik: পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষা দিলই না ৩৭৪ জন! ইতিহাস পরীক্ষা শুরুর পরই অসুস্থ এক ছাত্রী, হাসপাতালে পরীক্ষা দিল ২ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: চলতি বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫১,২৬৮ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্র ২৩,৬২৮ জন এবং ছাত্রী ২৭,৬৪০ জন। তবে, প্রথম দিনই অর্থাৎ বাংলা পরীক্ষার দিনই অনুপস্থিত থেকেছে ৩৭৪ জন পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয় (মেদিনীপুর শহরের কেরানীটোলাতে অবস্থিত) সূত্রে এমনটাই জানা গেছে ওই দিন পরীক্ষা শেষে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মতে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরও ওই ৩৭৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিল না মানে বুঝতে হবে, তাদের সঠিক প্রস্তুতি বা প্রিপারেশন নেই! অন্য কোনো কারণ থাকলে হয়তো এতদিনে জানা যেত এবং সেই মতো ব্যবস্থা নেওয়াও যেত।

মাধ্যমিক পরীক্ষায় অনুপস্থিত ৩৭৪ জন :

অন্যদিকে, আজ (৫ ফেব্রুয়ারি), ইতিহাস পরীক্ষা শুরুর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের (Madhyamik Centre) এক ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষক রাজীব ঘোষ জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করে ওই ছাত্রীটি। পরে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব থাকা ম্যাডামদের জানালে তাকে কেশপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর, সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ঝেতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের (পরীক্ষাকেন্দ্র- ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয়) ছাত্রী সুপ্রিয়া বর।

হাসপাতালে পরীক্ষা দিল ছাত্রী সুপ্রিয়া বর:

অন্যদিকে, শনিবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে সমু মাহাত নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঝাড়গ্রামের জামবনীর কাছে ঘটে দুর্ঘটনাটি। ছাত্রটির বাড়িও জামবনীতে। দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার তার অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর, আজ, সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে শিক্ষা দপ্তর। সোমবার সকাল ৯-টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। করা হয় সমস্ত ব্যবস্থা। এদিকে, ‘ইতিহাস’ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এদিন মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন, “বড় প্রশ্নগুলি ভালো হয়েছে। বলা চলে, বিগত দু-তিন বছরের তুলনায় বেশ সহজই হয়েছে। তবে, দু’একটি MCQ প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ছাত্র-ছাত্রীরা একটু সমস্যায় পড়েছে।”

মেদিনীপুর মেডিক্যালে ছাত্র সমু মাহাত:

News Desk

Recent Posts

Midnapore: কলকাতার পর এবার মেদিনীপুর শহরেও মেয়েদের পোশাকের সম্ভার নিয়ে হাজির ‘মনময়ূরী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ অক্টোবর: পুজোর অগেই জেলা শহর মেদনীপুরে মেয়েদের আধুনিক থেকে সাবেকি…

52 mins ago

Kharagpur: খড়্গপুর শহরে বিগ বাজেটের পুজো ১২টি; যান নিয়ন্ত্রণ পঞ্চমীর দিন বিকেল ৪টা থেকে! মণ্ডপে যাওয়ার আগে জেনে নিন বিস্তারিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ অক্টোবর: খড়্গপুর শহরের পুজো গাইডম্যাপ প্রকাশ করা হল শুক্রবার…

13 hours ago

Midnapore: বিকেল ৩টা থেকে ভোর ৩টা; চতুর্থী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ মেদিনীপুর শহরে! থাকছে ‘গ্রিন করিডর’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: চতুর্থী অর্থাৎ ৭ অক্টোবর থেকে দ্বাদশী অর্থাৎ ১৪ অক্টোবর…

17 hours ago

Midnapore: মহকুমা ফুটবল লিগের B ডিভিশনে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমার…

1 day ago

Midnapore: মামা-ভাগ্নার লালসার শিকার নাবালিকা! ২ বছরের মাথায় দুই ‘গুণধর’-কেই দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুর জেলা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: সম্পর্কে আত্মীয় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দুই…

2 days ago

Durga Puja: রীতি মেনে মহালয়ার দিন থেকেই শারদোৎসবের সূচনা শালবনী টাঁকশালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: রীতি ও ঐতিহ্য মেনে বুধবার অর্থাৎ 'মহালয়া'র…

2 days ago