দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: চলতি বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫১,২৬৮ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্র ২৩,৬২৮ জন এবং ছাত্রী ২৭,৬৪০ জন। তবে, প্রথম দিনই অর্থাৎ বাংলা পরীক্ষার দিনই অনুপস্থিত থেকেছে ৩৭৪ জন পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয় (মেদিনীপুর শহরের কেরানীটোলাতে অবস্থিত) সূত্রে এমনটাই জানা গেছে ওই দিন পরীক্ষা শেষে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মতে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরও ওই ৩৭৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিল না মানে বুঝতে হবে, তাদের সঠিক প্রস্তুতি বা প্রিপারেশন নেই! অন্য কোনো কারণ থাকলে হয়তো এতদিনে জানা যেত এবং সেই মতো ব্যবস্থা নেওয়াও যেত।
অন্যদিকে, আজ (৫ ফেব্রুয়ারি), ইতিহাস পরীক্ষা শুরুর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের (Madhyamik Centre) এক ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষক রাজীব ঘোষ জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করে ওই ছাত্রীটি। পরে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব থাকা ম্যাডামদের জানালে তাকে কেশপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা করার পর, সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ঝেতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের (পরীক্ষাকেন্দ্র- ধলহরা পাগলিমাতা উচ্চ বিদ্যালয়) ছাত্রী সুপ্রিয়া বর।
অন্যদিকে, শনিবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে সমু মাহাত নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঝাড়গ্রামের জামবনীর কাছে ঘটে দুর্ঘটনাটি। ছাত্রটির বাড়িও জামবনীতে। দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার তার অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর, আজ, সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে শিক্ষা দপ্তর। সোমবার সকাল ৯-টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। করা হয় সমস্ত ব্যবস্থা। এদিকে, ‘ইতিহাস’ পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এদিন মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন, “বড় প্রশ্নগুলি ভালো হয়েছে। বলা চলে, বিগত দু-তিন বছরের তুলনায় বেশ সহজই হয়েছে। তবে, দু’একটি MCQ প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ছাত্র-ছাত্রীরা একটু সমস্যায় পড়েছে।”