Examination

HS Examination: উচ্চ মাধ্যমিকেও পশ্চিম মেদিনীপুরে বাড়ল পরীক্ষার্থীর সংখ্যা! বিনা ভাড়াতেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন পড়ুয়ারা, প্রস্তুত থাকছে বনদপ্তরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: রাত পোহালেই ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Examination)। শুক্রবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে। তবে, প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার পরীক্ষার্থী সংখ্যা ৪০,৯৪৪ জন। গতবারের (৪০,২০৪) তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৭৪০ জন। উল্লেখ্য, মাধ্যমিকে এবার পরীক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ১২ হাজার! উচ্চ মাধ্যমিকে জেলায় ছাত্র সংখ্যা ১৮,২০৭ এবং ছাত্রী ২২,৭৩৭। মোট পরীক্ষাকেন্দ্র ৮০-টি। এর মধ্যে, প্রধান কেন্দ্র ৫৮টি এবং উপ-কেন্দ্র ২২টি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশপথে থাকবে সিসি ক্যামেরা। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রে মাধ্যমিকের মতোই বিশেষ সিরিয়াল নম্বরের ব্যবহার করা হবে বলেও সংসদ সূত্রে খবর। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ধরা পড়লে, ওই পরীক্ষার্থীর বাকি পরীক্ষাগুলিও সম্পূর্ণভাবে বাতিল করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

মেদিনীপুর শহরের একটি স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি:

অন্যদিকে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের মতোই তাঁরা সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন বনদপ্তরের অধিকারিকরা। হাতির হানা প্রতিরোধ করতে জঙ্গলপথে থাকছে ‘ঐরাবত’। এছাড়াও, বাস ও বিভিন্ন ছোটগাড়ির জন্য জঙ্গল রাস্তাগুলিতে নজরদারির ব্যবস্থা থাকছে বনদপ্তরের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্গ মাইতি জানিয়ে দিয়েছেন, “মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও সম্পূর্ণ বিনা ভাড়াতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পর্যাপ্ত বাস রাস্তায়। বাসস্ট্যান্ডে থাকবে হেল্প ডেস্ক।” জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ বা যানজট রুখতে পর্যাপ্ত পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

16 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

18 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago