দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা করে নিয়েছিল শহর মেদিনীপুরের সৌহার্দ্য। এবার, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEE Result 2023) চতুর্থ স্থান অধিকার করল মেদিনীপুর শহরের বাসিন্দা তথা ঐতিহ্যমন্ডিত মেদিনীপুর কলেজিয়েট স্কুল (হেরিটেজ)-এর ছাত্র সৌহার্দ্য দন্ডপাট (Souhardya Dandapat)। উচ্চমাধ্যমিকে মাত্র ৩ নম্বরের জন্য মেধা তালিকাতে (মেধাতালিকার দশম স্থানাধিকারীর নম্বর ৪৮৭) জায়গা করেনিতে পারিনি সে। বুধবার (২৪ মে) প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল অনুযায়ী সৌহার্দ্যের প্রাপ্ত নম্বর ৪৮৪। বিদ্যালয়ে দ্বিতীয় ( সর্বোচ্চ নাম্বার ৪৮৫) সর্বোচ্চ নম্বর পেয়েছে সে।

thebengalpost.net
Souhardya Dandapat:

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন বিবেকানন্দ নগরের বাসিন্দা, পেশায় প্রাক্তন সেনা অফিসার প্রণব দন্ডপাট। তাঁর স্ত্রী শ্রাবণী দন্ডপাট একজন গৃহবধূ। তাঁদের একমাত্র ছেলে সৌহার্দ্য শৈশব থেকেই মেধাবী এবং পড়াশোনায় মনোযোগী। মেদিনীপুর কলেজিয়েট স্কুলেরই ছাত্র সৌহার্দ্য বরাবরই বিদ্যালয়ে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর অর্থাৎ ৬৭২ নম্বর (৭০০’র মধ্যে) পেয়েছিল সৌহার্দ্য। যদিও, সেবার মাধ্যমিকে পরীক্ষা দিতে হয়নি সৌহার্দ্য-দের। এবার, উচ্চমাধ্যমিকেও ভালো ফলাফল করেছে সোহার্দ্য। তবে, সারা রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEE Examination 2023) চতুর্থ স্থান অধিকার করে আপামর মেদিনীপুর বাসীকে গর্বিত করল অবিভক্ত মেদিনীপুরের ঐতিহাসিক স্কুল তথা শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতিধন্য মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এই ছাত্র। যদিও, সৌহার্দ্য আইআইটি (IIT)’র প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার ইচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (অ্যাডভান্স) নিয়ে আইআইটি থেকে পড়াশোনা করার। আগামী ৪ জুন (২০২৩) সেই পরীক্ষা আছে বলে জানিয়েছেন তার বাবা-মা। আপাতত সেই দিকেই মনোনিবেশ করেছে মেদিনীপুর শহরের ‘গর্ব’ সৌহার্দ্য।