দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর:রাত পোহালেই প্রাইমারি টেট ২০২২ (Primary TET 2022)। কঠিন এই পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে নির্বিঘ্নে পরীক্ষা নিতে বদ্ধপরিকর প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। সারা রাজ্যে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে ৫৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলায় বরাবরের মতোই রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী! প্রশাসন ও শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এই জেলায় এবার প্রাথমিকের টেট পরীক্ষা দেবেন ৪৬ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্র ৯৪টি। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থী ৯৫২৮ জন। পরীক্ষাকেন্দ্র ২১টি।
এদিকে, পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্র পিছু একজন করে সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জ এবং অবজার্ভার থাকছেন। পরীক্ষা কেন্দ্রের প্রধান বা তাঁর (অনুপস্থিতিতে) নির্ধারিত অন্য কোনো শিক্ষক হবেন সেন্টার ইনচার্জ। প্রশাসনিক তরফে ঠিক করা হয়েছে অফিসার ইনচার্জ। অবজার্ভার ঠিক করেছে পর্ষদ বা জেলা বিদ্যালয় সংসদ। প্রতি ২৫ জন পিছু একজন করে ইনভিজিলেটর থাকবেন। সেক্ষেত্রে কোনও পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরের ঘাটতি থাকলে শীঘ্রই সংশ্লিষ্ট DI বা জেলা শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না কেউই! এদিকে, সুষ্ঠুভাবে বা নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করতে তৎপর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বজায় থাকবে ১৪৪ ধারাও। অন্যদিকে, আগামীকালের ভিড় রুখতে, অতিরিক্ত ট্রেন চালানোর আশ্বাস দেওয়া হয়েছে খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে। ডিআরএম এম. এস হাসমি জানিয়েছেন, রবিবার হলেও আগামীকাল সমস্ত ট্রেন-ই চালানো হবে। চলবে ঝাড়গ্রাম-সাঁতরাগাছি (০৮০৬৯/০৮০৭৯) লোকালও। এমনকি, ভিড় বা পরিস্থিতি অনুযায়ী আরও কিছু অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করতে পারে খড়্গপুর ডিভিশন।
এবার, দেখে নিন একনজরে:
পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশের শুরু সময়- সকাল 9.30 থেকে সকাল 11 টা (এরপরে আর পরীক্ষার্থীদের পরীক্ষাহলে ঢুকতে দেওয়া হবে না)।
ইনভিজিলেটর অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র দেখবেন- সকাল 11.30
ইনভিজিলেটরের গুরুত্বপূর্ণ ঘোষণা- সকাল 11.30-11.45
টেস্ট বুকলেট দেওয়া হবে- সকাল 11.45
প্রার্থীরা টেস্ট আউটলেট/ওএমআর উত্তরপত্রে বিবরণী পূরণ করতে পারবেন- সকাল 11.45-11.59
পরীক্ষা শুরু হবে- বেলা 12.00
সেন্টার-ইন-চার্জকে অব্যবহৃত উত্তরপত্রের বুকলেট ফিরিয়ে দিতে হবে- বেলা 1 টা
ওয়ার্নিং বেল- দুপুর 2.25
পরীক্ষা শেষ হবে- দুপুর 2.30।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…