Examination

HS Examination: জীবন-যুদ্ধের পরীক্ষায় হার মানলেন পশ্চিম মেদিনীপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! পরীক্ষা বাতিল ৩ জনের, পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের সঙ্গে উধাও এক ছাত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু থেকে শুরু করে মোবাইল ব্যবহার করার কারণে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল; পরীক্ষাকেন্দ্র থেকেই প্রেমিকের সঙ্গে উধাও অপর এক পরীক্ষার্থী (ছাত্রী)! সবমিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এবারের উচ্চ মাধ্যমিক (HS Examination 2024) পরীক্ষা শেষ হল রীতিমত ঘটনাবহুলভাবে। তবে, সবথেকে মর্মান্তিক হল- পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ছাত্রের মৃত্যু! প্রায় ৬ দিন ধরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার পর, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষার দিনই জীবন-যুদ্ধের পরীক্ষায় হার মানলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজদীপ ঘোষ!

শুক্রবার দুর্ঘটনার পর রাজদীপ ঘোষ:

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে কপারখাল সেতুতে পৌঁছনোর সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন রাজদীপ। হেলমেট না থাকার কারণে, তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে! সঙ্কটজনক অবস্থায় ওই দিন দুপুরেই বিষ্ণুপুর হাসপাতাল থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে (পিজি হাসপাতালে) স্থানান্তরিত করা হয়। সেখানেই গত ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজদীপের মৃত্যু হয় বলে সংসদের একটি সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে সংশ্লিষ্ট বিভিন্ন মহলেই নেমে এসেছে শোকের ছায়া! সংসদের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা! আমরা মর্মাহত।”

অন্যদিকে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৪০,৯৬৯ (৪০৯৪৪ এবং পরে অ্যাডমিট কার্ড আসে আরও ২৫ জনের) জন। এর মধ্যে বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন অনুপস্থিত ছিল ১৪৩ জন। পরবর্তী সময়ে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাটা আরো কিছুটা বেড়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে। অপরদিকে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করার কারণে এবার পশ্চিম মেদিনীপুরের ৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি ও সুদীপ্ত মাইতি। এর মধ্যে, ২ জন ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল যথাক্রমে- খড়্গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ এবং সিলভার জুবিলি হাই স্কুল। অপরটি ঘটেছিল কেশিয়াড়ির একটি হাই স্কুলে। এছাড়া, উচ্চ মাধ্যমিকের মাঝপথে কেশপুরের একটি পরীক্ষাকেন্দ্র থেকে এক ছাত্রী উধাও হয়ে যায় তার প্রেমিকের সাথে। পরীক্ষাকেন্দ্রের একটি গেট দিয়ে প্রবেশ করে, অন্য একটি গেট দিয়ে বেরিয়ে প্রেমিকের বাইকে উঠে সে চম্পট দেয় বলেই সূত্রের খবর! বৃহস্পতিবার শেষ পরীক্ষার দিনও কেশিয়াড়ির একটি স্কুলে এমনই একটি ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে ছাত্রীটি দু’ঘণ্টা পরীক্ষা দিয়ে, বাথরুম যাওয়ার নাম করে বেরিয়ে চলে যায় বলে জানা গেছে সংসদ সূত্রে! ইতিমধ্যে ওই নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছে বলেও সূত্রের খবর। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, আগামী বছর (২০২৫) উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন।

শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪:

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

6 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago