দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: আজ, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নির্বিঘ্নেই শুরু হল মাধ্যমিক পরীক্ষা। বেলা ২টো পর্যন্ত অর্থাৎ পরীক্ষা শুরুর প্রায় ২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কোনো অভিযোগ বা অসুবিধার খবর আসেনি। পরীক্ষা ঘিরে এবার আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের সব মহল থেকেই। উল্লেখ্য যে, জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ৩৮ হাজার ২৭৬। গতবছরের তুলনায় যা প্রায় ২১ হাজার কম বলে জানা গেছে। এবার, জেলায় এবার পরীক্ষার সেন্টার ১৩১টি। শহর থেকে গ্রাম সবকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। জেলা পুলিশের তরফে হেল্পলাইন নম্বর (৮০০১০০৭৮৬৮) ও দেওয়া হয়েছে।

thebengalpost.net
পরীক্ষার্থীদের পাশে পুলিশ কাকুরা:

এদিকে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত রাস্তা গুলিতে বনদপ্তরের তরফেও কড়া নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়িতে হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর বনদপ্তরের পক্ষ থেকে আরও বেশি করে সচেতনতা অবলম্বন করা হয়েছে। অন্যদিকে, জেলা শহর মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। জলের বোতল তুলে দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশের আধিকারিরা। অপরদিকে, শালবনীর কলসিভাঙা দীনবন্ধু উচ্চ বিদ্যালয়ে এবার মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র হয়েছে। পরীক্ষার্থীদের সাহায্যার্থে স্কুলের সামনেই সন্যাসীমাতা বামুনবুড়ি পূজা ও মেলা কমিটির তরফে সহায়তা শিবির করা হয়েছে। পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে জলের বোতল। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে পুলিশ-প্রশাসন সহ বিভিন্ন মহল থেকে।

thebengalpost.net
কলসিভাঙা-তে বামুনবুড়ি পুজো কমিটির উদ্যোক্তারা