দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: “বেটার এনভায়োমেন্ট-বেটার টুমরো” স্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মিরগা গ্রামে অবস্থিত নিউ ইনট্রিগেটেড গভর্নমেন্ট স্কুলের ৫ একর জমিতে মঙ্গলবার বিভিন্ন প্রজাতির প্রায় ৯০০-টি চারাগাছ রোপন করা হয়। বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে তথা সবুজ পৃথিবী গড়ে তোলার স্বপ্ন নিয়ে শালবনীর ২৩২ সি.আর.পি.এফ (মহিলা) বাহিনী’র উদ্যোগে এবং স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এদিনের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান-টি সম্পন্ন হয়। অংশগ্রহণ করলেন সিআরপিএফ-এর আধিকারিক বৃন্দ, মহিলা সৈনিকরা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এদিনের এই অনুষ্ঠানে, পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো!

thebengalpost.net
সবুজ ভবিষ্যৎ সবুজ প্রজন্মকে নিয়ে:

উল্লেখ্য যে, বিশ্ব উষ্ণায়নের এই ভয়াবহ সময়ে প্রতিদিন প্রতিমুহূর্তে হু হু করে বেড়ে চলেছে কার্বন-ডাই-অক্সাইড। গলছে হিমালয়ের বরফ। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। সামুদ্রিক জীবজন্তুদের অস্তিত্ব আজ প্রকট। সেই সময়ে সবুজায়ন ছাড়া মানব সভ্যতাকে টিকিয়ে রাখা অসম্ভব। পরিবেশবিদরা বলছেন, সবুজের বাফার জোন করতে হবে শহরাঞ্চলে তথা স্কুল, কলেজ, হাসপাতাল, কলকারখানা সহ জনপদের চারপাশে। এই ভাবনা থেকেই সিআরপিএফ- এর ২৩২ মহিলা বাহিনীর আধিকারিকদের উদ্যোগে এবং শালবনীর নিউ ইনট্রিগেটেড গভর্নমেন্ট স্কুলের সহায়তায় ‘সবুজ পৃথিবী’ গড়ার লক্ষ্যে ‘বেটার এনভায়োমেন্ট বেটার টুমরো’ (Better Environment Better Tomorrow) স্লোগান-কে সামনে রেখে এই বনসৃজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। CRPF বাহিনী ও স্কুল কর্তৃপক্ষের এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে এলাকার সমস্ত পরিবেশবিদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের পক্ষ থেকে।

thebengalpost.net
সবুজের অভিযান: