দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: “আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার!” সবুজ-উৎসব উদযাপন করতে এবং সবুজের বার্তা ছড়িয়ে দিতে মঙ্গলবার খড়্গপুর বনবিভাগের (Kharagpur Division) উদ্যোগে ‘বনমহোৎসব’-র অনুষ্ঠান আয়োজিত হল খড়গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠে। অনুষ্ঠানের সূচনা হয় পড়ুয়াদের এক সুসজ্জিত শোভাযাত্রা বা পদযাত্রার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি, বন্যপ্রাণ ও বন্যপ্রাণী রক্ষা করার বার্তা দিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। খড়্গপুর ডিভিশনের এই অনুষ্ঠানে মন্ত্রী বীরবাহা হাঁসদা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, বিধায়ক দীনেন রায়, অজিত মাইতি, পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মহকুমাশাসক (SDO) শ্রী পাটিল যোগেশ অশোক রাও, খড়্গপুর বনবিভাগের ডিএফও (DFO) মনীষ কুমার যাদব প্রমুখ।
অনুষ্ঠান শেষে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল জুড়ে হাতির তাণ্ডব প্রসঙ্গে বন প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে, ‘বনফুল’ বীরবাহা বলেন, “বনদপ্তরের তরফে আমরা প্রতিনিয়ত সচেতনতার প্রচার চালাই। তবে এটাও ঠিক, জঙ্গল এলাকায় বসবাসকারী মানুষজনদের একটু বেশিই সচেতন থাকতে হবে। কারণ, আমাদের পশুকেও বাঁচাতে হবে, মানুষকেও বাঁচাতে হবে। তাই আমার বিশেষ আবেদন, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি প্রকৃতিটাকে বাঁচাতে। প্রকৃতি বাঁচলে মানুষও বাঁচবে। আর, হাতি সহ বন্যপ্রাণীরাও ঠিক জায়গায় থাকবে। এই ব্যাপারে বনদপ্তরের তরফে সমস্ত ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।” উল্লেখ্য যে, রাজ্য জুড়ে এবার ‘বনমহোৎসব’ পালিত হবে ১৪ থেকে ২০ জুলাই অবধি। মেদিনীপুর ডিভিশনের অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ১৯ জুলাই (শুক্রবার) শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে।