দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর ‘রেল শহর’ খড়্গপুরের বোম্বে সিনেপ্লেক্সে ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে ‘পুষ্পা-টু’ সিনেমার শুভ মুক্তি উদযাপন করেছিলেন ‘তেলগু সুপারস্টার’ আল্লু অর্জুনের ভক্তরা। শুধু তাই নয়, সিনেমা হলের (সিনেপ্লেক্সের) বাইরে আল্লু অর্জুনের বড় বড় কাট-আউট থেকে ‘পুষ্পা-টু’-র একাধিক হোর্ডিং, ব্যানার, পোস্টারও লাগানো হয়েছিল হল কর্তৃপক্ষের তরফে। সেই জায়গাতেই বাংলার ছেলে হয়েও ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে ব্রাত্য, উপেক্ষিত দেব ওরফে দীপক অধিকারী। অজ, শুক্রবার (২০ ডিসেম্বর) তাঁর ‘খাদান’ সিনেমা মুক্তি পেয়েছে বোম্বে সিনেপ্লেক্সেও। অথচ, অভিনেতা দেবের কাট-আউট তো দূরের কথা, ‘খাদান’ সিনেমারও কোনও হোর্ডিং, পোস্টার বা ব্যানারের দেখা মিললো না বোম্বে সিনেপ্লেক্সের বাইরে!
শুক্রবার বিকেলে এই অভিযোগেই উত্তাল হয় সিনেমা হল চত্বর। দেব অনুগামী তথা ভক্তরা (ফ্যানেরা) বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ‘পুষ্পা-টু’র পোস্টার আছে, শাহরুখ খানের একটি নতুন সিনেমার (মুফাসা/MUFASA) পোস্টারও লাগানো হয়েছে; কিন্তু দেব বা তাঁর ‘খাদান’ সিনেমার কোনও হোর্ডিং, পোস্টার, ব্যানার, কাট-আউট নেই! এরপরই, চাপে পড়ে ভেতর থেকে একটি বড় হোর্ডিং এনে বাইরে রাখা হয়। তারপরই ক্ষোভ কিছুটা প্রশমিত হয় দেব-ভক্তদের। হলের বাইরে ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে খাদানের মুক্তি উদযাপন করেন দেবের ভক্তরা। শুধু তাই নয়, দেবের ছবি দুধ দিয়ে স্নান করিয়ে ‘অভিষেক’-ও করেন ভক্তরা!
অসিত পাল সহ খড়্গপুর শহরের বাসিন্দারা তথা দেবের ভক্তরা বলেন, “বাংলার ছেলের সিনেমা। সেটাও আবার বিগ বাজেটের। তা সত্ত্বেও হল কর্তৃপক্ষের এই উদাসীনতায় আমরা অবাক! অথচ, দক্ষিণী সিনেমা নিয়ে বিশাল বাড়াবাড়ি হয়েছে। সেটা হতেই পারে, আমরা না বলছি না। কিন্তু, বাংলার ছেলের সিনেমা নিয়ে এত অনীহা কেন? আমরা তাই বিক্ষোভ দেখাতে বাধ্য হই।”