দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রেলনগরী খড়্গপুরের রাজনৈতিক পরিস্থিতি। খড়্গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ ‘সাংসদ প্রতিনিধি’ অভিষেক আগারওয়ালের পোস্টারে, তাঁর ঠিক মুখের মাঝখানে তৃণমূল প্রার্থীর স্টিকার চিটিয়ে দেওয়াকে কেন্দ্র করে, মঙ্গলবার সকালে এলাকাতে উত্তেজনা ছড়ালো! ক’দিন আগে এই ওয়ার্ডেই অভিষেক আগারওয়ালের বেশ কয়েকটি ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছিল তৃণমূল প্রার্থী রমেশ পাটোয়ারী’র বিরুদ্ধে। এবারও তাঁর কর্মী সমর্থকদের বিরুদ্ধেই অভিযোগ অভিষেকের। ইতিমধ্যে, বিজেপির তরফে একটি সিসিটিভি (CCTV) ফুটেজও প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত্রি দশটা পনেরো নাগাদ কয়েকজন যুবক, বাইকে করে এসে অভিষেক আগারওয়ালের মুখে (পোস্টারে) তৃণমূল প্রার্থীর স্টিকার চিটিয়ে চলে যাচ্ছে! যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল প্রার্থী রমেশ পাটোয়ারী জানিয়েছেন, “বিজেপির ওই প্রার্থী তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এবং নিজেদেরকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য, এই ধরনের নোংরা কাজ করে বেড়াচ্ছে। আমরা কখনো এই ধরনের কাজ করিনা!”

thebengalpost.net
ঘটনায় বিজেপির বিক্ষোভ:

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী প্রচার) :

রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর পোস্টারে নিজেদের পোস্টার সাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখানো হয় বিজেপি’র তরফে। বিজেপি প্রার্থী অভিষেক আগারওয়াল দাবি করছেন, “এই স্টিকার তৃণমূল কর্মী সমর্থকরাই চিঠিয়েছে। গণতন্ত্রের গলা টিপে দেওয়ার চেষ্টা করছে শাসকলোলের লোকেরা। যাতে বিজেপি কর্মীরা প্রচার করতে না পারে, সেজন্যই এসব কাজ করে হচ্ছে। এলাকার সমস্ত মানুষের কাছে তৃণমূলের এই চরিত্রের কথা তুলে ধরবো আমরা।” সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেও, পুলিশ এবং নির্বাচন কমিশন নীরব থাকায়, ক্ষোভ প্রকাশ করেছে জেলা বিজেপি। রাজ্য নেতৃত্বকেও পুরো বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব। জেলা সহ-সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “এই ধরনের রাজনৈতিক অভব্যতা তৃণমূলের পক্ষেই করা সম্ভব। তবে, এই বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “এই ধরনের বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্যই করতে চাইনা, কারণ এই কুৎসিত সংস্কৃতি তৃণমূলের নয়। হার নিশ্চিত, তাই প্রচারের আলোয় আসার জন্য বিষয়টি নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি।”

thebengalpost.net
প্রকাশ্যে এল সিসিটিভি :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):