তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভাতেই সবুজ ঝড়! বিরোধীদের প্রায় হোয়াইটওয়াশ করে সাতটি পৌরসভার ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। তবে, ঘাটাল মহকুমার ফলাফল রীতিমতো ঈর্ষণীয়। ঘাটাল (১৭-০), চন্দ্রকোনা (১২-০) ও রামজীবনপুর (১১-০) পৌরসভা বিরোধী শূন্য হয়েছে। খড়ার পৌরসভার ১০-টি আসনের মধ্যে ২ টি পেয়েছে বিজেপি। বাকি ৮-টি গেছে তৃণমূলের দখলে। অন্যদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০-টি ওয়ার্ডের মধ্যে ৯ টি তৃণমূল দখল করলেও, ‘সেন্টিমেন্ট ফাইট’ এ হেরে গেল তৃণমূল! ৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা মনোজ হালদারের মা সুনীতি হালদার। শত চেষ্টা করেও ঘাটাল জেলা তৃণমূল তাঁকে হারাতে পারেনি! প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যজুড়ে এবার বিরোধী নয় গোঁজ বা নির্দল কাঁটা নিয়ে ভয় ছিল শাসকদলের অন্দরে। তার মধ্যেই অন্যতম এই ক্ষীরপাই পৌরসভার ৪ নং ওয়ার্ড। জয়ী হলেন নির্দল প্রার্থী সুনীতি হালদার।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই দল থেকে বহিষ্কার করা হয় মনোজ-কে। এবার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসলেন সুনীতি দেবী! ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অন্তরা সাহা পেয়েছেন ৩৮৪ ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী সুনীতি হালদার পেয়েছেন ৪৬১টি ভোট। জয়ের পর চওড়া হাসি হেসে সুনীতি দেবী বললেন, “অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জিতেছি। খুবই খুশি। ধন্যবাদ জানাব ওয়ার্ডের বাসিন্দাদের আমার পাশে থাকার জন্য। আমিও এলাকাবাসীর পাশে থাকব।”