দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: যথারীতি সবুজ ঝড় অব্যাহত থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভা নির্বাচনের ফলাফলে। চন্দ্রকোনা, রামজীবনপুর, খড়ার, ক্ষীরপাই পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের একেবারে হোয়াইট ওয়াশ করেছে শাসকদল। যথাক্রমে, ১২-০, ১১-০, ৮-২ (খড়ারে ২ টি বিজেপি) এবং ৮-১ (ক্ষীরপাইতে ১ টি নির্দল, একটির গণনা সম্পূর্ণ হয়নি) ফল হয়েছে শাসক দলের পক্ষে। তবে, উল্লেখযোগ্য ভাবে খড়ারের ২ টি আসনে পদ্ম ফুল ফুটেছে! অন্যদিকে, ক্ষীরপাইয়ের ১ টি ওয়ার্ডে (৪ নং) সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা মনোজ হালদারের মা সুনীতি হালদার-কে শত চেষ্টা করেও হারাতে পারেনি তৃণমূল কংগ্রেস। নির্দল হিসেবে তিনি জয়লাভ করেছেন।
অন্যদিকে, মেদিনীপুর ও খড়্গপুরেও বেশিরভাগ আসনেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। খড়্গপুর পৌরসভার একাধিক আসনে জয়লাভ করেছে তৃণমূল। তবে, খড়্গপুর পৌরসভার ১৫ ও ২৩ নং ওয়ার্ডে জয়লাভ করেছে কংগ্রেস। ১৬ নং ওয়ার্ডে জয়লাভ করেছে বিজেপি। মেদিনীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রাহুল বিষই জয়ী হয়েছেন। পরাজিত হলেন দীর্ঘদিনের কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়। ১৯ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিশ্বনাথ পান্ডব। অন্যদিকে, খড়্গপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন প্রদীপ সরকার জয়ী হয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…