Election

Midnpaore: জল্পনার অবসান! অভিজ্ঞ শম্ভুনাথ-অরূপের বিরুদ্ধে মেদিনীপুরে তৃণমূলের বাজি বি.টেক পাস রাহুল, খড়্গপুররের তিন প্রার্থী শিবু-পিয়ালী-রোহন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি:মনোনয়নপত্র জমা দেওয়ার চূড়ান্ত তথা শেষ দিনে একেবারে বারো-বেলায় (বেলা ১২ টা নাগাদ) ঠিক হলো মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভার চারটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নাম। মেদিনীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে (অর্থাৎ, জগন্নাথ মন্দির এলাকায়) তৃণমূলের বাজি শিক্ষিত যুবক রাহুল বিষই। বি.টেক পাস এই বছর ৩০ এর তরুণ এবারই প্রথম নির্বাচনী লড়াইতে। এর আগে ওই ওয়ার্ডের বিভিন্ন দলীয় কর্মসূচিতে যুক্ত থাকলেও, তাঁকে সামনের সারিতে কখনোই দেখা যায়নি বলে জানিয়েছেন দলেরই কর্মী সমর্থকরা। শেষ মুহূর্তে, রাজ্য তৃণমূলের পক্ষে জারি করা, একই পরিবারের ‘একাধিক’ প্রার্থী না হওয়ার নিয়মের দৌলতে, রামকৃষ্ণ বিদ্যাভবনের এই প্রাক্তনীকেই অভিজ্ঞ ও বিদায়ী কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেছে নেওয়া হল! ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী জেলা বিজেপি’র অভিজ্ঞ নেতা তথা সহ সভাপতি অরূপ দাস। স্বাভাবিকভাবেই, প্রথম নির্বাচনী যুদ্ধে রাহুল’কে যে রীতিমতো কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে, তা বলাই বাহুল্য!

রাহুল বিষই:

প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে তৃণমূলের প্রথম তালিকায় নাম ছিল জেলা তৃণমূলের নেতা তথা ওয়ার্ডের সুপরিচিত ব্যক্তিত্ব হিমাদ্রি খানের। অন্যদিকে, তাঁর ভাই তথা মেদিনীপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান প্রার্থী হয়েছেন নিজের ১৮ নং ওয়ার্ডে। স্বভাবতই, একই পরিবারের দু’জন প্রার্থীতে আপত্তি প্রকাশ করে রাজ্যের শীর্ষ নেতৃত্ব। তাই, সংশোধিত তালিকায় ১৫ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে বাদ যায় হিমাদ্রির নাম। এরপর, প্রায় ৫ দিন কেটে গেলেও ওই ওয়ার্ডের প্রার্থী হিসেবে বিকল্প নাম খুঁজতে হিমশিম খায় জেলা ও ওয়ার্ড নেতৃত্ব! অবশেষে, মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত ও শেষ দিনে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়, বছর ৩০ এর যুবক রাহুল বিষই-কে। ওই ওয়ার্ডের তথা জেলার সক্রিয় তৃণমূল যুব নেতা কুমারদীপ খান (পাপাই) জানিয়েছেন, “দলের প্রযুক্তিগত এবং জনগণের বিভিন্ন প্রকল্প বিষয়ক নানা কাজকর্ম সুনিপুণভাবে দীর্ঘদিন ধরে করে আসছে রাহুল। তাই, আমাদের মনে হয়, বি.টেক পাস এই শিক্ষিত তরুণ এই ওয়ার্ডের যোগ্য প্রার্থী।” তবে, ওই ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায় এবং বিজেপি’র সুবক্তা ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা অরূপ দাসের বিরুদ্ধে লড়াইটা কি সহজ হবে? এনিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতীক জোড়া ফুল, রাজ্য জুড়ে চলা উন্নয়নমূলক কর্মকান্ডই ইস্তাহার। কাজেই কোনো লড়াইই কঠিন নয়। কন্যাশ্রী থেকে ঘরের লক্ষ্মী, শিক্ষক থেকে কৃষক, তরুণ থেকে বৃদ্ধ সকলেই দু’হাত ভরে আশীর্বাদ করার জন্য অপেক্ষা করছেন।”

শম্ভুনাথ চট্টোপাধ্যায়:

অরূপ দাস:

অন্যদিকে, খড়্গপুর পৌরসভার ৩ টি ওয়ার্ডেও প্রার্থীদের নাম চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে, তাঁরা মনোনয়নপত্র জমা করেছেন। ১১ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে সেই পিয়ালী ভট্টাচার্যকেই, যাঁর নাম প্রথম তালিকায় থাকলেও, সংশোধিত তালিকা থেকে বাদ গিয়েছিল। তবে, সংশোধিত তালিকার প্রার্থী কাকলি ঘোষ ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ানোয়, ফের কপাল খুললো পিয়ালীর! অন্যদিকে, ২৭ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহন দাস নামে তরুণ তৃণমূল কর্মীকে। এখানেও, ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিলেন যেশু নায়েক নামে এক যুবক। অপরদিকে, সবথেকে বিতর্কিত ও চর্চিত ২৬ নং ওয়ার্ডের প্রার্থী বাছাই করতে গিয়ে রীতিমতো নাকানি-চুবানি খেতে হয় জেলা তৃণমূল কংগ্রেসকে। অবশেষে সমস্ত ‘বিতর্ক’ দূরে সরিয়ে, প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে শিবু সাহা নামে এক দলীয় কর্মীকে। উল্লেখ্য, এই ওয়ার্ডের সংশোধিত তালিকার প্রার্থী সুমিতা দাস ইতিমধ্যে কংগ্রেসে যোগদান করেছেন এবং তিনি কংগ্রেস থেকে ২৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

শিবু সাহা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

2 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

7 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago