তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: নির্দল প্রার্থীর পক্ষ থেকে মারাত্মক অভিযোগ করা হল! মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য, পুলিশের চাপ এসেছিল তাঁর কাছে। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের। নির্দল প্রার্থী সেখ ওসমান গেনি শনিবার রাতে সাংবাদিকদের কাছে অভিযোগ করলেন, “পুলিশ আমাকে ডেকে হুমকি দিয়েছিল মনোনয়ন প্রত্যাহার করার জন্য। কিন্তু, আমি করিনি। আমি জানি আমি জিতব, তাই শাসক দলের পক্ষ থেকেই পুলিশকে দিয়ে ফোন করানো হয়েছে।” এই বিষয়টি নিয়ে তিনি ঘাটালের মহকুমাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছেন।
শনিবার রাতে চন্দ্রকোনার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সেখ ওসমান গেনি বলেন, “আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমাকে থানার একজন এএসআই ফোন করে ডেকে হুমকি দিয়েছেন। তিনি বলছেন, ‘ওপর থেকে অনেক চাপ। আপনি মনোনয়ন প্রত্যাহার করুন। না হলে আপনার সঙ্গে যারা ঘুরবেন তাঁদের বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হবে’ ইত্যাদি।” ওসমান গেনি এও বলেন, “আমি ১৯৯০ সাল থেকে ৭ বার নিরবাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। নির্দল হিসেবে ৩ বার জয়লাভ করেছি। ২০১৮ সালে অভিষেক বন্দ্যোপাধ্যের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলাম। নির্বাচনের সমস্ত নিয়মকানুন জানি। আমার মতো লোককে যদি পুলিশ এভাবে হুমকি দেয়, তাহলে অন্যান্য সাধারণ প্রার্থীদের কী না করছে! ঘটনার কথা জানিয়ে, আমার এবং আমার কর্মীদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে বিষয়টি জানিয়ে এসেছি।” এবিষয়ে ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, “আমার আছে এই ধরনের কোন অভিযোগ আসেনি। উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফেও আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।” তবে, আপাতত সমস্ত ধরনের হুমকি উপেক্ষা করেই ওসমান গনি তাঁর প্রচার চালিয়ে যাচ্ছেন। সোমবার তিনি বললেন, “আমিই জিতবো। সাধারণ মানুষের আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে।”