দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: রণক্ষেত্রের চেহারা নিল রেলশহর খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ড! হিরণের জয়ের পর, ৩৩ নং ওয়ার্ডের তালবাগিচা এলাকায় তৃণমূল নেতা তথা পরাজিত প্রার্থী জহর পালের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল বিজেপির বিজয় মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকে নাকি উত্যক্ত এবং বিদ্রুপ করা হয়েছে তৃণমূল নেতা জহর পালের উদ্দেশ্যে। এরপর, মিছিল যখন ফিরছিল, সেই সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। পাঠানো হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। কিন্তু, তারপরও অশান্তি, ধস্তাধস্তি চলতে থাকে। পুলিশ ও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই এক মহিলা বিজেপি কর্মীকে আক্রমণ করে বসেন জহর পালের বৌমা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর যুব সভাপতি অসিত পালের স্ত্রী গোপা পাল। আক্রান্ত তরুণী নন্দিনী শঙ্করের অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে, তাঁকে চড়থাপ্পড় মারেন গোপা পাল! এর শেষ দেখে ছাড়বেন বলে হুমকি দিতে থাকেন নন্দিনী।

thebengalpost.net
আক্রান্ত তরুণী নন্দিনী শঙ্কর :

যদিও, জহর পালের অভিযোগ, বিজেপি কর্মীরাই মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়, কুৎসিত কথা বলে। তাই তাঁদের গ্রেফতার করতে হবে। কিন্তু, পুলিশ তা না করে, উল্টে তাঁর বাড়ির সামনেই পুলিশ পাঠিয়ে দিয়েছে। জহরের বক্তব্য, “নির্বাচনে জয়-পরাজয় আছে। কিন্তু, তাই বলে এভাবে নোংরামি করা হবে, গালিগালাজ করা হবে! হামলা চালানো হয়েছে। আমার ৫৬ বছরের রাজনীতিতে এরকম ঘটনা ঘটেনি! আর, পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে, আমার বাড়ির সামনেই পুলিশ পাঠিয়ে দিয়েছে। এ বরদাস্ত করা হবেনা!” এরপর, তৃণমূলের তরফে রাস্তা অবরোধ করা হয়। পরে অবশ্য পুলিশের তৎপরতায় তা উঠে যায়।

thebengalpost.net
ক্ষুব্ধ জহর পাল: