তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি:পশ্চিম মেদিনীপুরে পৌর ভোটের প্রচারে এসে ‘দলবদলু’ বিজেপি নেতাদের আর সেই সঙ্গে তৃণমূল-বিজেপি’কে চরম কটাক্ষ করলেন সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ঘোষ। সোমবার ক্ষীরপাই পৌরসভার নির্বাচনী প্রচারে এসে শতরূপ বললেন, “যেকোনো ভোটার কোনও একটি দলকে পছন্দ করে পাঁচ বছরের জন্য ভোট দেয়। সেই দলের প্রতি বা ভোট প্রার্থীর প্রতি পরবর্তীকালে বিরূপ হলেও, তাঁর ভোটটা ফিরিয়ে নিতে পারেন না! কিন্তু, আপনারা যাদেরকে ভোট দেন, তাঁরা নিজেদের আখের গোছানোর জন্য বেমালুম নীতি-আদর্শ ভুলে গিয়ে অন্য দলে লাইন দেয়। বিধানসভা নির্বাচনের সময়, বিজেপির ঝান্ডা নিয়ে ভোটের প্রচারে যারা বলেছিল, সোনার বাংলা গড়ব, তারা ভোটে হেরে গিয়ে, সেই পতাকা নিয়ে অভিষেক ব্যানার্জির জুতো পালিশ করল ক্ষমতার লোভে! সেদিক থেকে আমাদের লালপতাকার প্রার্থীরা ময়দান ছেড়ে দিয়ে যায়নি। কোনোদিনও যাবেনা। এটাই লাল ঝান্ডার জোর!”

thebengalpost.net
শতরূপ ঘোষ:

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী প্রচার) :

আনিসের মৃত্যু আর প্রতিবাদ নিয়ে শতরূপ ঘোষ বলেন, “যাদের ক্ষমতা নেই খুনিদের নাম নেওয়ার, ‘খুনিদের বিচার চাই’ বলে তাঁদের আর রাস্তায় নেমে চিৎকার করার প্রয়োজনও নেই। মমতা ব্যানার্জির টাকায় খাওয়া বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়লেন খুনিদের শাস্তি চাই বলে! কিন্তু, একবারও খুনিদের নাম মুখে আনছেনা। বললেই চাকরিটা চলে যাবে, চেয়ারটা চলে যাবে। তাই বলছি, আপনাদের ওই মেকি প্রতিবাদ করার প্রয়োজন নেই! যাঁরা এখনও নিজেদের বিকিয়ে দেয়নি, তাঁরা আছে প্রতিবাদ করার জন্য।” পৌর নির্বাচনে বামেদের ভালো ফলাফল নিয়েও আশা প্রকাশ করেন তরুণ সিপিআইএম নেতা শতরূপ।

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :