দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১০ মার্চ:বেলা যত বাড়ছে উত্তপ্ত গেরুয়া ঝড়ে পুড়ে যাচ্ছে বিরোধীরা! শুধুমাত্র সীমান্ত রাজ্য পাঞ্জাবে কেজরির ‘ঝাড়ু’- খেলা দেখাতে পারলো। বাকি অখিলেশ থেকে রাহুল, মমতা থেকে সিধু সকলের স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ক্রমশ। প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার (১০ মার্চ), পাঁচ রাজ্যে ভোট গণনা। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের ফল প্রকাশ আজ৷ আর বেলা বাড়তেই পাঁচ রাজ্যের ফল স্পষ্ট হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে বিজেপি চারটি রাজ্যে এগিয়ে গিয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকারও গড়তে চলেছে। এদিকে কংগ্রেস সবকটি রাজ্যেই প্রায় ধরাসায়ী। পঞ্জাবে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দাপট।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ২০২৪ সালের ফাইনালের (লোকসভা নির্বাচনের) আগে সেমিফাইনালে রীতিমতো দাপট রেখে জয়ী হতে চলেছে বিজেপি। এমনই ইঙ্গিত মিলেছে এখনও অবধি পাওয়া ফলাফলের ট্রেন্ডে। প্রাথমিক ভাবে উত্তরপ্রদেশের মোট ৪০৩ আসনের মধ্যে বিজেপি এগিয়ে ২৭৩-টি আসনে। সমাজবাদী পার্টি এগিয়ে ১২২-টিতে। এদিকে উত্তরাখণ্ডে যেখানে ম্যাজিক ফিগার ৩৬, সেখানে বিজেপি এগিয়ে ৪১টি আসনে; কংগ্রেস এগিয়ে ২৫টি আসনে। মণিপুরে বিজেপি একাই এগিয়ে ২৮-টি আসনে। কংগ্রেসের জোট এগিয়ে মাত্র ৯টি আসনে। এদিকে অন্যান্য দল এগিয়ে বাকি আসনগুলিতে। এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১। অপরদিকে ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাবে ৯১-টি আসনেই এগিয়ে আম আদমি পার্টি। গোয়ায় বিজেপি এগিয়ে ১৯-টি আসনে। কংগ্রেস সেখানে এগিয়ে ১৪টি আসনে। এদিকে তৃণমূল-এমজিপি জোট এই রাজ্যে এগিয়ে তিনটি আসনে।