দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১ জুন:দেশ জুড়ে শেষ হল গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। ভোট যুদ্ধ শেষে এবার ভোট গণনা’র পালা। আগামী ৪ জুন (4th June)-র প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রেই জানা গেছে, এবার কাউন্টিং হল বা গণনাকেন্দ্রের গণনা-রুমের ভেতরে পুলিশের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, কাউন্টিং হলের বাইরে বা গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। তবে, কাউন্টিং হলের ভেতরে তাঁরা ঢুকতে পারবেন না। কাউন্টিং হলের দরজার সামনে প্রহরায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

thebengalpost.net
কাউন্টিং হলে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা :

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রার্থী, প্রার্থীর ইলেকশন এজেন্ট, কাউন্টিং এজেন্ট ছাড়াও নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা ভেতরে ঢুকতে পারবেন। অন্যদিকে, এবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটাল লোকসভা আসনে যথাক্রমে সর্বোচ্চ ২২ ও ১৯ রাউন্ড গণনা হতে পারে বলে জানা গেছে। মেদিনীপুর লোকসভার মধ্যে এগরা বিধানসভা ও মেদিনীপুর (সদর) বিধানসভার ক্ষেত্রেই সর্বাধিক ২২ রাউন্ড গণনা হতে পারে বলে জানা গেছে। অপরদিকে, ঘাটাল লোকসভার ক্ষেত্রে দাসপুর বিধানসভায় সর্বাধিক ১৯ রাউন্ড গণনা হবে। কেশপুরের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ১৬। জানা গেছে, মেদিনীপুর লোকসভা ও ঘাটাল লোকসভার ক্ষেত্রে যথাক্রমে গণণার টেবিল থাকতে পারে- ৯৮টি (মেদিনীপুর) ও ১২৬ (ঘাটাল)টি। ভোট গণনায় টেবিল পিছু একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, একজন মাইক্রো অবজার্ভার থাকবেন। ৪ জুন প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হবে। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।

thebengalpost.net
ঘাটাল কলেজ (ঘাটালের গণনাকেন্দ্র, ফাইল ছবি):