তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:নাকা চেকিংয়ে বিজেপি প্রার্থীর থেকে উদ্ধার নগদ টাকা! সেই ঘটনায় এবার বিজেপির বিরুদ্ধে টাকা বিলি এবং গ্রেফতারের পরও তাঁকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধে সামিল এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার। অভিযুক্ত বিজেপি প্রার্থী হলেন, খড়ার পৌরসভার ৮ নং ওয়ার্ডের ফাল্গুনী মিশ্র। শুক্রবার রাতের এই ঘটনা ঘিরে উত্তেজনা তৈরী হয় শনিবার দুপুরে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে, বিষয়টিকে তৃণমূলের চক্রান্ত বলে অভিহিত করেছেন বিজেপি’র ঘাটাল জেলা সভাপতি তন্ময় দাস।

thebengalpost.net
পথ অবরোধ এলাকাবাসীর:

শনিবার দুপুরে, খড়ার পৌরসভার বড়োপোল এলাকায় ঘাটাল-খড়ার সড়ক অবরোধ করা হয়। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই বেশকিছু মানুষ একত্রিত হয়ে গতকালের ঘটনায় প্ল্যাকার্ড হাতে সড়ক অবরোধে সামিল হয়। খড়ারবাসীর পক্ষ থেকে, শুক্রবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে অবরোধ করা হয় বলে জানা যায়। তাঁদের দাবি, খড়ার পৌরসভায় ভোটের আগে বিজেপির পক্ষ থেকে টাকা বিলি করা হয়। এজন্য, ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্রকে পুলিশ গ্রেফতার করলেও, কেনো তাঁকে রাতেই ছেড়ে দেওয়া হল, তারই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করা হয় বলে জানা যায়। যদিও, বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর, ঘাটাল থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সাথে কথা বলে এবং পরে তা তুলে নেওয়া হয়। গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হওয়ার ফলে যানজটেরও সৃষ্টি হয়। পুলিশ তা স্বাভাবিক করে।