Election

Election Results: বায়রনে বাজিমাত বাম-কংগ্রেসের! টক্কর ত্রিপুরাতেও, শেষমেশ তিন রাজ্যেই সরকার গড়ার পথে BJP

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২ ফেব্রুয়ারি: বায়রনে বাজিমাত করল বাম-কংগ্রেস জোট! সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে বিপুল ব্যবধানে হারাতে চলেছেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস। ১৪ রাউন্ড গণনার শেষে ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন বায়রন। বাম-কংগেস কর্মীরা বলছেন, “মানুষের জোট জয়ী হচ্ছে সাগরদিঘিতে।” উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বললেন, “সাগরদিঘির যে ফলাফল তা প্রমাণ করছে রাজ্যে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অপরাজেয় শক্তি নয়। এখানকার মানুষ তা প্রমাণ করে দিল।” আর, বায়রন বলছেন, “চিরকাল স্রোতের বিপরীতে হেঁটেছি। ভবিষ্যতেও তাই করব। সাগরদিঘি গোটা বাংলাকে পথ দেখাবে।”

বায়রন বিশ্বাস:

উল্লেখ্য যে, সাগরদিঘি বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫। মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। গত সোমবারই ভোটগ্রহণ হয় সাগরদিঘিতে। এই উপ নির্বাচনে ভোট পড়েছে ৭৫.১৮ শতাংশ। রাজনৈতিক মহল আগেই জানিয়েছিল, এই কেন্দ্রে নির্ণায়ক ভূমিকায় থাকবেন সংখ্যালঘু ভোটাররা। ২০১১ সাল থেকেই এই কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০২২ সালের ডিসেম্বর মাসে তৃণমূলের বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের পর এই উপ নির্বাচন হয়। তবে, সংখ্যালঘু ও মহিলা ভোটার বেশি হওয়া সত্বেও যেভাবে বায়রন ঝড়ে উড়ে গেল তৃণমূল কংগ্রেস, তাকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। এদিকে, আজ (বৃহস্পতিবার)-ই জামিন পেয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। ৪০ দিন পর জামিন পেলেন নওশাদ। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নওশাদের জামিন মঞ্জুর করেন। পুলিশকে মারার সাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে পুলিশ! সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে তৃণমূলের হারার দিনই আইএসএফ নেতা নওশাদের জামিন পাওয়ার বিষয়টিকেও বাংলার সাম্প্রতিক রাজনৈতিক আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে!

অন্যদিকে, ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরাতে শেষ পর্যন্ত বিজেপিই পুনরায় সরকার গঠন করতে চলেছে, একথা যেমন বলা যায়; ঠিক তেমনই বাম-কংগ্রেস জোটের লড়াইও উপেক্ষা করার মতো নয়। বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা কোনোমতে (১৩২১ ভোটে) জিতেছেন সেখানে। একটা সময় বাম-কংগ্রেস জোট প্রায় ১৯-২০টি আসনে এগিয়ে ছিল। তবে, বামেরা হয়তো ১৪-১৫’তেই শেষ করতে চলেছে। বিজেপি পেতে চলছে ৩৩-৩৫টি আসন। অন্যদিকে, প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মার তিপ্রা মোথা পার্টি (TMP) ১১টি আসনে এগিয়ে আছে। তারা বিজেপিকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, নাগাল্যান্ডে বিজেপি জোট ৬০টির মধ্যে ৪০টি আসনে জয়যুক্ত হওয়ার পথে। তবে, ত্রিশঙ্কু হওয়ার পথে মেঘালয়। সেখানে এনপিপি ২৫-২৬টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, বিজেপি ৩টি ও তৃণমূল কংগ্রেস ৫টি আসনে এগিয়ে আছে। তবে, অন্যান্যরা (ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, কংগ্রেস সহ অন্যান্যরা) ২৪-২৫টি আসনে এগিয়ে আছে। তারাই এবার নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে সরকার গঠনে। যদিও, রাজনৈতিক মহল মনে করছে, এগিয়ে থাকা যেকোনো একটি দলের সঙ্গে জোট করে শেষ পর্যন্ত এবারও মেঘালয়ে বিজেপিই ‘জোট সরকার’ গড়তে পারে। (আপডেট: সাগরদিঘিতে প্রায় ২৪ হাজার ভোটে জয়ী হয়েছেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস।)

বাম-কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস :

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

19 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago