Election

Kharagpur: খেলা জমে ‘ক্ষীর’ খড়্গপুরে! দিলীপের বৈঠকে নেই হিরণ, হিরণের পোস্টার দিলীপ-ছাড়া; শতাধিক কর্মী বিরোধী শিবিরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি:পৌরভোটের মুখেই রেলশহর খড়্গপুরের রাজনৈতিক খেলা একেবারে জমে ক্ষীর! বিজেপির প্রার্থী তালিকায় চমক দিয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। প্রচারও শুরু করে দিয়েছেন। ভাবা হয়েছিল, পৌরসভা নির্বাচনে বিজেপির মুখ হতে চলছেন তিনিই! মাত্র ২ দিন যেতে না যেতেই দেখা গেল সেই গুড়ে বালি! সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ হাজির হলেন শনিবার। প্রার্থীদের নিয়ে মিছিল করলেন, ডাকলেন বৈঠকে। তাৎপর্যপূর্ণ ভাবে ৩৪ জন প্রার্থী এলেও বৈঠকে গরহাজির ৩৩ নং ওয়ার্ডের প্রার্থী হিরণ! এদিকে, ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানেও দেখা গেলনা বিধায়ককে! স্বভাবতই, সংশয়ে পড়ে গিয়েছেন খড়্গপুর পৌরসভার অন্যান্য বিজেপি প্রার্থীরা। বিশেষত, নতুন প্রার্থীরা। দলের বিধায়ক আর সাংসদের মধ্যে যদি ভোটের মুখেও এই সম্পর্ক হয়, তবে তাঁরা লড়বেন কার নেতৃত্বে! এই সংশয়ের মধ্যেই, হিরণের সোশ্যাল মিডিয়া’র প্রচারের ডিজিটাল পোস্টারে ঠাঁই হলনা দিলীপ ঘোষ এর। আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী। তবে, নেই দিলীপ! আর এই বিজেপি’র এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই, শতাধিক যুবকর্মী তৃণমূলে যোগদান করল তৃণমূলে। ২০ নং ওয়ার্ডের যুব মোর্চার নেতা সহ শতাধিক কর্মী’র হাতে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা পতাকা তুলে দিলেন। ছিলেন, খড়্গপুরের বিদায়ী চেয়ারম্যান তথা ৬ নং ওয়ার্ডের প্রার্থী প্রদীপ সরকার প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় হিরণের প্রচার , ছবি নেই দিলীপের :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

এদিকে, ‘রেলশহর’ তথা ‘মিনি ইন্ডিয়া’ নামে খ্যাত খড়্গপুর পৌরসভার জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি তাপস মিশ্র এই ইস্তেহার প্রকাশ করলেন। ১৭ দফা প্রতিশ্রুতি’র ইস্তেহারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, রেল শহরের জলনিকাশী ব্যবস্থার উপর। এমনকি, কেন্দ্রের সহযোগিতায় মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়াও, প্রতিটি রাস্তা পাকা করার কথা বলা হয়েছে। রাস্তার দুপাশে ফুটপাত এবং এল ই ডি লাইটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অপরদিকে, যুবক যুবতীদের জন ফ্রি ওয়াইফাই, প্রবীণদের জন্য হেল্পলাইন টিম গড়ার কথা বলা হয়েছে। কাজে স্বচ্ছতা ও দ্রুততা আনতে, অনলাইনে পৌরসভার সমস্ত কাজ সম্পন্ন করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বোপরি, বিনা পয়সায় প্রতিটি বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তৃণমূলে যোগদান :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

17 mins ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

5 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago