Election

Midnapore Kharagpur: রাত পোহালেই ফল! আত্মবিশ্বাসী শাসকদল, আশায় বিরোধীরা; মেদিনীপুর-খড়্গপুরের ফলাফল বিশ্লেষণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, মেদিনীপুর ও খড়্গপুর, ১ মার্চ: রাত পোহালেই ১০৮-টি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হতে চলেছে। মেদিনীপুর, খড়্গপুর সহ রাজ্যের সবকটি পৌরসভা দখলের বিষয়ে আত্মবিশ্বাসী শাসক দল তৃণমূল কংগ্রেস। সন্ত্রাস ও ভোট লুটের অভিযোগ করার পরেও, ভালো ফলের আশা করছেন বিরোধী দলগুলিও। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভায় ভালো ফলের বিষয়ে একদিকে যেমন শাসকদল চরম আত্মবিশ্বাসী, ঠিক তেমনই ‘আশাতীত ভালো ফল হবে’ বলে জানাচ্ছেন বিরোধীরাও। মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান দীনেন রায়, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ এবং শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব জানিয়েছেন, তাঁরা মেদিনীপুর ও খড়্গপুরের ৬০-টি ওয়ার্ডেই জয়ের বিষয়ে আশাবাদী! এমনকি, এও বার্তা দেওয়া হয়েছে, “জয়ের পর কোনভাবেই বিরোধীদের উপর আক্রমণ বা বিশৃংখল পরিবেশ তৈরি করা যাবে না। বড় আকারে বিজয় মিছিল এখনই হচ্ছে না। তবে, মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং মিষ্টি মুখ করানোর জন্য একেবারেই ছোট মিছিল করা যেতে পারে।” এদিকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে আবার ‘পুলিশ প্রশাসন’ এর পক্ষপাতমূলক আচরণ এর প্রতিবাদ জানিয়ে আগামীকাল কোনো ক্যাম্প না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় জানিয়েছেন, “পুলিশ প্রশাসন তৃণমূলের জন্য গণনা কেন্দ্রের একেবারে সামনে পঞ্চুর চকে ক্যাম্প অফিস নির্ধারণ করে দিয়েছে। আর, বিরোধী দলগুলোকে পাঠাচ্ছে এক কিলোমিটার দূরে! এই আচরণের প্রতিবাদ করে, আমরা পুলিশের নির্দিষ্ট করে দেওয়া স্থানে ক্যাম্প অফিস করছি না। আমাদের জেলা কার্যালয়েই আমাদের এজেন্ট ও কর্মীরা থাকবেন।” অন্যদিকে, বামফ্রন্টের পক্ষ থেকেও জেলা সম্পাদক সুশান্ত ঘোষ পুলিশ প্রশাসনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে, তাঁর মতে “ধীরে ধীরে কিছু পুলিশকর্মীর অবশ্য বোধোদয় হচ্ছে!” পৌরসভায় ফলের বিষয়ে বামেরা জানিয়েছেন, “আশাতীত ভালো ফল হবে।” বিজেপি অবশ্য শাসক দল ও পুলিশ প্রশাসনের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে বনধ ডেকেছিল। তারা আগেই ঘোষণা করেছে, অবাধে ভোট লুট হয়েছে। এই ফলাফলে মানুষের ভোটদানের প্রতিফলন হবেনা; বরং তৃণমূলের গুণ্ডাবাহিনীর ছাপ্পা ভোটের ফলাফল প্রকাশিত হবে। তা সত্ত্বেও, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করতে পেরেছে, সেখানে বিজেপি ভালো কল করবে বলে জানিয়েছে জেলা বিজেপি।

মেদিনীপুরে সাংবাদিক বৈঠকে মেদিনীপুর জেলা তৃণমূল:

এই পরিস্থিতিতে, মেদিনীপুর পৌরসভার ২৫-টি ওয়ার্ড ও খড়্গপুর পৌরসভার ৩৫-টি ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এবং সর্বোপরি, প্রতিটি রাজনৈতিক দলের অন্দরমহল থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, একটা সম্ভাব্য ফলাফল অনুমান করা যেতে পারে। মেদিনীপুর পৌরসভার যে ওয়ার্ডগুলিতে তৃণমূল জয়ের বিষয়ে চরম আশাবাদী, সেগুলি হল- ১, ২, ৫, ৭, ৮, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৩। তুলনামূলক ভাবে কম আশাবাদী- ৩, ৪, ৬, ৯, ১১, ১৫, ১৬ ও ২৫ নং ওয়ার্ডে। আশা প্রায় নেই বলে দলীয় কর্মী সমর্থকদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন – ১০, ১৪, ২১ ও ২৪। এদিকে, বিজেপি চরম আশাবাদী- ৬, ৮ ও ১১ নং ওয়ার্ডের বিষয়ে। তুলনামূলক ভাবে কম আশাবাদী, ২, ৩, ৫, ১৫, ২৫ নং ওয়ার্ডের বিষয়ে। সিপিআইএম তথা বামফ্রন্ট নিশ্চিত, ২৪ ও ১০ নং ওয়ার্ডের বিষয়ে। এছাড়াও, ৩, ৪, ৫, ৭ নং ওয়ার্ডেও জয়ের বিষয়ে আশাবাদী তাঁরা। কংগ্রেস নিশ্চিত- ১৫ ও ২১ নং ওয়ার্ডে জয়ের বিষয়ে। এছাড়াও, ১৭ ও ২০ নং ওয়ার্ডেও আশা দেখছেন তাঁরা। নির্দলদের পক্ষ থেকে ৯ ও ১৪ নং ওয়ার্ডে আশা প্রকাশ করা হয়েছে। জয়ের সম্ভাবনাও আছে। এছাড়াও, ১৬ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নির্দল প্রার্থীর।

জয়ের বিষয়ে আশাবাদী ৩৩ নং ওয়ার্ডের (খড়্গপুর) বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় :

এদিকে, মেদিনীপুর শহরের সাধারণ মানুষ তথা ভোটারদের মতে, মেদিনীপুর পৌরসভার বাসিন্দারা চিরকালই কংগ্রেস মনোভাবাপন্ন! এই মুহূর্তে, আবার শাসকদল তৃণমূল কংগ্রেস। একাধিক প্রকল্প নিয়ে তারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তাই, এবার অন্তত ১৬ থেকে ১৯ টি আসন তাঁরা দখল করবেই বলে রাজনৈতিক মহলের বক্তব্য। তবে, তা সর্বাধিক ২১-ও হতে পারে! মেদিনীপুর পৌরসভার ২৫-টি ওয়ার্ডের মধ্যে এবার সর্বাধিক মার্জিনে জয়ী হতে পারেন ২২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌসুমী হাজরা কিংবা ১৯ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পান্ডব। এমনটাই জানিয়েছেন ওই এলাকার বেশিরভাগ ভোটাররা! অন্যদিকে ৩, ৪, ৮, ৯, ১১, ১৫, ২১, ২৪ ও ২৫ নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে এলাকাবাসীদের অনেকেই জানিয়েছেন। অপরদিকে, খড়্গপুরে কমপক্ষে ২২-টি আসন পাওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস। তা ২৫- ও হতে পারে বলে জেলা নেতৃত্বের আশা। অন্যদিকে, খড়্গপুরের ১৩, ১৬, ২৫, ৩২, ৩৩ নং ওয়ার্ডে আশা দেখছে বিজেপি। ১০, ১১, ১৪, ২২, ২৩,, ২৪ নং ওয়ার্ডে জয়ের বিষয়ে আশাবাদী কংগ্রেস। ২, ৯ ও ১২ নং ওয়ার্ডে নিশ্চিতভাবে জিতবেন বলে জানিয়েছেন বামেরা। ৫ ও ১৯ নং ওয়ার্ডের নির্দল প্রার্থীরা জয়ের বিষয়ে আশাবাদী। তবে, ৩৩ নং ওয়ার্ডের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা এলাকায় ‘কাকা’ হিসেবে জনপ্রিয় জহর পালের সঙ্গে বিজেপি প্রার্থী তথা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের লড়াই যে একেবারে সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তা বলাই বাহুল্য। জয়ের বিষয়ে দুই প্রার্থীই আশাবাদী। ভোটাররা শেষ পর্যন্ত হিরণ-কে খালি হাতে ফেরায় নাকি কাকাকে অবসরের বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল! সবমিলিয়ে, ফলাফলের আগের রাতে এটুকু নিশ্চিত করে বলা যেতে পারে, রেলশহর খড়্গপুর ও জেলা শহর মেদিনীপুরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পৌরসভা দখল করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিরোধী হিসেবে বাম-কংগ্রেসের ফলাফলও বেশ ভালো হতে চলেছে এবারের পুরভোটে!

News Desk

Recent Posts

Medinipur: প্লাবিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা! বন্যাকবলিত কেশপুরে দেব; ঘাটালে DM-SP’র সঙ্গে জরুরি বৈঠকে মন্ত্রী মানস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: দু'দিনের টানা বৃষ্টিতে সোমবার সকাল থেকেই প্লাবিত…

4 hours ago

Midnapore: ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে শহরে আসার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস! জোর তৎপরতা মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর শহরে আসার পথে মেদিনীপুর…

13 hours ago

Medinipur: নিম্নচাপ গেল ঝাড়খন্ডে; বন্যার ভ্রুকুটি পশ্চিম মেদিনীপুরে! বাঁকুড়ার জলে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: দু'দিনের টানা বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি পশ্চিম মেদিনীপুর…

1 day ago

Kharagpur Division: তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেল খড়্গপুর ডিভিশন! পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল হাওড়া-রাউরকেল্লা ট্রেনটিকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ সেপ্টেম্বর: তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেল…

1 day ago

Midnapore: মেদিনীপুর শহরে নাটক শেষেও ‘জাস্টিসের স্লোগান’ দেবশঙ্কর, চৈতি, বিপ্লবদের কন্ঠে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শনিবার সন্ধ্যায়…

2 days ago

CBI: ভেস্তে গেল কালীঘাটের বৈঠকও! খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ, গ্রেফতার টালা থানার OC-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ সেপ্টেম্বর: একদিকে খুন-ধর্ষণের মামলাতেও গ্রেফতার হলেন আর জি কর মেডিক্যালের…

2 days ago