Election

By Election: ভোটে হেরে একুল ওকুল দুই গেছে কৃষ্ণ, মুকুট, বিশ্বজিতদের! রাজ্যে ফের বাজল নির্বাচনের দামামা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ জুন: একেই বলে ‘একুল ওকুল দুই কুল’ যাওয়া! ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপি-র টিকিটে জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন। এ বার লোকসভা নির্বাচনে তাঁকে রায়গঞ্জ কেন্দ্রেই প্রার্থী করেছিল রাজ্যের শাসকদল। ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয়। যদিও, জিততে পারেননি ‘দলবদলু’ কৃষ্ণ! বিজেপি-র কার্তিক চন্দ্র পালের কাছে ৬৮ হাজারের বেশি ব্যবধানে পরাজিত হয়েছেন। একই ভাবে ২০২১ সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়ে লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী। তাঁকে এ বার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে দাঁড়ানো মুকুট-ও বিপুল ভোটে (১ লক্ষ ৮৮ হাজার) পরাজিত হন বিজেপি-র জগন্নাথ সরকারের কাছে! গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী বিশ্বজিৎ দাস-ও ‘ফুল’ বদল করে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছিলেন। তাঁকেও ইস্তফা দিতে হয়েছিল বাগদার বিধায়ক পদ থেকে। আর, এবার লোকসভা ভোটেও বিশ্বজিৎ হেরে যান শান্তনু ঠাকুরের কাছে (৭৩ হাজার ভোটে)!

রাজ্যে ফের নির্বাচনের দামামা:

ফলে, কৃষ্ণ, মুকুট আর বিশ্বজিতের যে একুল ওকুল দুই-ই গেছে তা বলাই বাহুল্য। আগামী ১০ জুলাই এই তিন কেন্দ্রেই (রায়গঞ্জ, রানাঘাট আর বাগদা) হবে উপনির্বাচন (By Election)। তার সঙ্গে উপনির্বাচন হবে মানিকতলা কেন্দ্রেও। গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল সরকারের ক্রেতা, সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হন। দীর্ঘ দিন মানিকতলা বিধায়কহীন থাকলেও, আইনি জটিলতায় সেখানে উপনির্বাচন হয়নি। এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাই কোর্টে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছিলেন নানা অভিযোগে। সম্প্রতি, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পিছু হটেন কল্যাণ! তাই, আগামী ১০ জুলাই এই কেন্দ্রেও বিধানসভা উপনির্বাচনের (By Election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক, পশ্চিমবঙ্গের ৪ আসন সহ সারা দেশের ১৩টি আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন এবং মনোনয়নের স্ক্রুটিনির শেষ তারিখ ২৪ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ জুলাই। গণনা হবে ১৩ জুলাই। এবার দেখা যাক, ‘দলবদলু’ কৃষ্ণ, মুকুট, বিশ্বজিতদের ফের বিধানসভা উপ-নির্বাচনের (By Election) টিকিট দেন কিনা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক বিধায়ক এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গের তালিকায় আছেন তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক থেকে বিজেপি-র জগন্নাথ সরকার প্রমুখ। এই সমস্ত কেন্দ্রেও উপনির্বাচন হওয়া শুধু সময়ের অপেক্ষা! তবে, এই দফায় (১০ জুলাই) যে এই সমস্ত কেন্দ্রগুলিতে নির্বাচন হচ্ছেনা তা বলাই যায়।

বিজ্ঞপ্তি জারি করল কমিশন:

News Desk

Recent Posts

Midnapore: প্রসূতি মৃত্যু কাণ্ডে মেদিনীপুর মেডিক্যালে CID-র টিম! জিজ্ঞাসাবাদ জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: বুধবার (৮ জানুয়ারি) রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের…

17 hours ago

IIT Kharagpur: মেদিনীপুরের মেধাবী সন্তান, IIT খড়্গপুরের আরও এক ‘উজ্জ্বল নক্ষত্র’ হারিয়ে গেল অকালেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ জানুয়ারি: আড়াইটার সময় ছিল ফ্লাইট। কলকাতায় একটি মিটিং শেষ…

3 days ago

Midnapore: স্যালাইন থেকে সিসিটিভি ফুটেজ, মেদিনীপুর মেডিক্যাল থেকে নানা ‘নমুনা’ নিয়ে গেলেন তদন্তকারীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: প্রসূতি মৃত্যুর ঘটনায় শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ…

4 days ago

IIT Kharagpur: IIT খড়গপুরের জুনিয়র টেকনিশিয়ানের ‘রহস্যমৃত্যু’; মেদিনীপুর কলেজের গার্লস হোস্টেল থেকেও উদ্ধার এক কর্মীর দেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জানুয়ারি: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ানের…

5 days ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালে সিজারের পরই গুরুতর অসুস্থ একের পর এক প্রসূতি! মৃত্যু ১ জনের; ভেন্টিলেশনে একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মেদিনীপুর…

5 days ago

Medinipur: “আমারটা আমার বাড়িতে এসে পেমেন্ট করে যাবে!” চার লক্ষ টাকা দিলেই রেশন ডিলার? মেদিনীপুরে ভাইরাল অডিও ঘিরে তোলপাড়

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি: "ওরা নেবে এক, আর আমাকে দেবে এক! সেজন্যই আমি…

6 days ago