দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: মধ্যরাতে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল বিজেপি নেতৃত্ব। রাত্রি ১১ টা নাগাদ, পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভাগুলির বিজেপি প্রার্থীদের তালিকা এসে পৌঁছয় সাংবাদিকদের হাতে। এত রাতে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিভিন্ন মত উঠে আসছে! তবে, খড়্গপুর-মেদিনীপুরের প্রার্থী তালিকায় আছে নানা চমক। যেমন, খড়্গপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছেন স্বয়ং বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। বোঝাই যাচ্ছে, একেবারে সামনে থেকে খড়্গপুরের নেতৃত্ব দিতে চান তিনি! প্রেমবাজার-হিজলি এলাকার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ জহর পাল। কাজেই, বেশ ভালোই টক্কর হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগে হিরণ নিজেই ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। এও জানিয়েছিলেন, দল তাঁকে খড়্গপুরের ভোটার হওয়ার নির্দেশ দিয়েছে। ওই ৩৩ নং ওয়ার্ডেই এখন হিরণ থাকেন। ওই ওয়ার্ডের ভোটারও হয়ে গেছেন। সম্প্রতি, রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতও করে এসেছিলেন তিনি। এরপরই, হিরণের ইচ্ছের উপর সিলমোহর দেয় রাজ্য নেতৃত্ব! প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় সোমবার। এছাড়াও, ২ নং ওয়ার্ডে চরণজিৎ সিং প্রার্থী হয়েছেন, সম্প্রতি যাঁকে অসুস্থ অবস্থা থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। এছাড়াও, খড়্গপুরের উত্তর মণ্ডল সভাপতি তথা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ দীপসোনা ঘোষ ১৯ নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন।
অন্যদিকে, মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে এবার লড়াই করতে চলছেন বিজেপি’র একাধিক জেলা নেতা। বরাবরের মতোই নিজের ওয়ার্ডে (৬ নং) প্রার্থী হয়েছেন জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় (বান্টি)। এবারই প্রথম নির্বাচনে লড়াই করতে চলছেন বিজেপি’র দীর্ঘদিনের নেতা তথা জেলা সহ সভাপতি অরূপ দাস। নিজের ১৫ নং ওয়ার্ড থেকেই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তাঁর বিপক্ষে আছেন কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা এলাকার বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ শম্ভুনাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী এই ওয়ার্ডে এখনও চূড়ান্ত হয়নি। এছাড়াও, ৫ নং ওয়ার্ডের প্রার্থী হয়েছেন বিজেপির যুব নেতা আশীর্বাদ ভৌমিক। ১২ নং ওয়ার্ডের প্রার্থী বিজেপির মণ্ডল সভাপতি দেবাশীষ দাস এবং ১৮ নং ওয়ার্ডের প্রার্থী মিলন মাইতি। অন্যদিকে, মেদিনীপুরে বিজেপির অন্যতম বড় চমক তৃণমূলের যুব নেতা সুশান্ত ঘোষ বিজেপি’র ২৪ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে লড়াই করতে চলেছেন। এই সুশান্তের নাম তৃণমূল প্রার্থী হিসেবেও (২৫ নং ওয়ার্ডে) ঘোষণা করা হয়েছিল, প্রথম তালিকায়। তবে, সংশোধিত তালিকায় তাঁর নামটি বাদ যায়! প্রার্থী করা হয় বিদায়ী কাউন্সিলর পূর্ণিমা পড়িয়ার স্বামী সত্য পড়িয়া-কে। তবে, সুশান্ত’র নিজের ২৪ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রথম থেকেই বিশ্বজিৎ মুখার্জি নামে এক সমাজকর্মী’র নাম ঘোষণা করা হয়। যাঁর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এলাকার তৃণমূল সমর্থকদের মধ্যে। এদিকে, দলের অপমানের জবাব দিতে বিজেপি’র প্রস্তাবে রাজি হয়ে যান সুশান্ত। নিজের ঘরের মাঠে (২৪ নং, রাঙামাটি) বিজেপির হয়ে ‘গোল’ দেওয়াই লক্ষ্য ফুটবলার সুশান্ত’র। শহরের একজন সুপরিচিত সমাজকর্মী এবং স্বচ্ছ ভাবমূর্তির যুব তৃণমূল নেতা সুশান্ত তাঁর ঘনিষ্ঠ মহলে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, “আমাদের মতো সাধারণ কর্মীদের দল এভাবে অপমান না করলেই পারতো!” কিন্তু, শান্ত প্রকৃতির সুশান্ত-যে সেই অপমানের জবাব এভাবে দলকে ফিরিয়ে দেবে, তা হয়তো অনেকেই বুঝতে পারেননি!