দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৪ জুন:
১-ম রাউন্ডের শেষে ২৭০০ (2718) কিছু বেশি ভোটে এগিয়ে আছেন মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এগিয়ে আছেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও। ৮০০ ভোটে এগিয়ে আছেন ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। দ্বিতীয় রাউন্ডের শেষে ১ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন দেব।

thebengalpost.net
খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে:

জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। অপরদিকে, সারাদেশে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বারাণসীতে পিছিয়ে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরে অবশ্য এগিয়েছেন তিনি। যদিও, এই মুহূর্তে ৩০০-র বেশি আসনে এগিয়ে NDA। INDIA জোট এগিয়ে ২০০ আসনে। রাজ্যে তৃণমূল এগিয়ে ২৪টি আসনে। বিজেপি ও কংগ্রেস যথাক্রমে ১৬ ও ২-টি আসনে এগিয়ে।