দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: মাত্র ৯ দিন পরে ভোট। প্রচারের বাকি ৭ দিন। এই অবস্থাতেও, প্রচার ছেড়ে রীতিমতো অসহায় হয়ে থানার সামনে ধর্না দিলেন খড়্গপুর পৌরসভায় ৩৫ জন বিজেপি প্রার্থীই! তাঁদের অভিযোগ, কর্মীদের পতাকা, ব্যানার লাগাতে দেওয়া হচ্ছে না। যেটুকু দেওয়া হয়েছে তাও ছিঁড়ে দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে কর্মী ও এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থাতে থানায় অভিযোগ জানাতে গেলেও, অভিযোগ নেওয়া হচ্ছে না! ২৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনুশ্রী বেহারা’র অভিযোগ, “গতকাল (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা অবধি বসিয়ে রেখে তারপর অভিযোগ নেওয়া হয়েছে। ওই সময়ে না পেরেছি প্রচার করতে, না পেরেছি মিটিং করতে।” অগত্যা তাই, ৩৫ জন বিজেপি প্রার্থীই শুক্রবার খড়্গপুর টাউন থানার সামনে বসে পড়লেন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে।

thebengalpost.net
টাউন থানার সামনে বিজেপি প্রার্থীরা :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী প্রচার) :

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। তার আগেই বিজেপি’র বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ানো খড়্গপুর শহরে। শুক্রবার, রেলনগরী খড়গপুর পৌরসভার ৩৫ জন বিজেপি প্রার্থীই, টাউন থানার বাইরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। জেলা বিজেপির তরফে তপন ভুঁইয়া’র অভিযোগ, “বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ক্রিমিনাল দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি হুমকি দিচ্ছেন পুলিশও। বাড়ি থেকে তুলে নিয়ে আসার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন আর নির্বাচন কমিশন ভালবাসায় পরিণত হয়েছে। কোন অভিযোগ নেওয়া হচ্ছে না। তাই, আমরা থানার সামনেই বসে পড়েছি। এভাবে চলতে থাকলে আগামীকাল থেকে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো আমরা।”

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):