দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: কলেজ ও ইউনিভার্সিটি স্তর থেকেই পড়ুয়াদের কেরিয়ার গড়ে তোলার সঠিক পথ নির্দেশিকা দিতে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)-এ অনুষ্ঠিত হল একটি কর্মশালা (Workshop)। কলেজের ‘Multi Skilled Health Worker’ (B.Voc) বিভাগের উদ্যোগে ‘কেরিয়ার অ্যাডভান্সমেন্ট’ (Career advancement)-এর উপর এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যার পোশাকি নাম দেওয়া হয়- “স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের স্মার্ট কেরিয়ার নির্বাচনের নির্দেশিকা” (How to Set SMART Career Goal for UG & PG Students)। সাম্প্রতিক সময়ের নিরিখে এই ধরনের কর্মশালার আয়োজন ঘিরে ছাত্রীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।

thebengalpost.net
প্রধান বক্তা:

রাজা নরেন্দ্র লালা খান মহিলা মহাবিদ্যালয়ে (Raja N. L. Khan Women’s College) গত শুক্রবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ অধ্যাপক অরিন্দম মুখার্জী। এছাড়াও ছিলেন বিভাগীয় প্রধান শ্রাবন্তী পাইন সহ নির্মাল্য কুমার সিনহা, মেঘমালা মন্ডল, নবারুণ শাসমল, দেবলীনা গিরি প্রমুখ শিক্ষক-শিক্ষিকারা। “বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে মহাবিদ্যালয়ের ছাত্রীরা কোন পথে এগোলে সঠিক কেরিয়ার বেছে নিতে পারবে তথা উজ্জ্বল এক ভবিষ্যতের লক্ষ্য স্থির করতে পারবে” সেই পরামর্শ দিতেই এই ধরনের কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন অধ্যক্ষা এবং বিভাগীয় অধ্যাপক-অধ্যাপিকারা। অন্যদিকে, মহা উৎসাহের সাথে কলেজের প্রায় ২৫০ জন ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।