দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি:”অনেক হলো মেলা-খেলা, খুলুক এবার পাঠশালা”! মেদিনীপুর থেকে মালদা, কাঁথি থেকে কলকাতা ছড়িয়ে পড়ছিল এই আওয়াজ। রাজ্য জুড়ে সংক্রমণের হার কমার সাথে সাথেই, প্রতিটি প্রান্ত থেকে উঠছিল স্কুল খোলার দাবি। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে অভিভাবক-অভিভাবিকা, সর্বোপরি ছাত্র-ছাত্রীরাও এই দাবি তুলেছিলেন। আর, সেই আওয়াজ-ই এবার যেন পৌছে গেল, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অন্দরমহলে। আর তাই, রাজ্য জুড়ে ফের স্কুল চালু করার তৎপরতা শুরু হল। সূত্রের খবর অনুযায়ী, অবিলম্বে স্কুল খুলতে চায় রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল খোলার (School Reopen) বিষয়ে আজ, শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H.K.Dwivedi)’র কাছে পাঠানো হল শিক্ষা দফতরের প্রস্তাব। বিষয়টি নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে নবান্ন (Nabanna)। তবে, নবান্ন সূত্রে জানা গিয়েছে, সংক্রমণের হার যেভাবে কমছে, তাতে কোভিড বিধি মেনে নবম-দ্বাদশের স্কুল খুলতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর।
জানা গেছে, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষা দফতর। ফেব্রুয়ারি-তেই খুলে যেতে পারে স্কুল। তবে, স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। এমনটাই নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য যে, ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে স্কুল চালু করার দাবি উঠছে। স্কুল খোলা ও পড়ুয়াদের দ্রুত টিকাকরণের দাবিতে আন্দোলন শুরু করেছে এআইডিএসও (AIDSO) সহ বেশ কিছু সংগঠন। শুক্রবারও, মেদিনীপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলন করেছে এই সংগঠন। দাবি উঠেছে, “পানশালা নয় খুলুক এবার পাঠশালা” কিংবা “ভেঙে যাক বন্ধ স্কুলের তালা, খুলুক ছাত্রদের জ্ঞানের জানালা।” যদিও, আন্তর্জাতিক মহল থেকেও বারবার স্কুল চালু করার কথা বলা হচ্ছে। এদিকে, রাজ্যে গত চব্বিশ ঘণ্টাতেও কমেছে সংক্রমণের হার! ৭২,৭৩৮ -টি নমুনা পরীক্ষা করা হলেও, সংক্রমিত হয়েছেন মাত্র ৯১৫৪ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯,১১২ জন।