মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি:”মোদের গরব মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা!” মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) প্রকৃতির মুক্তাঙ্গনে মাতৃভাষারই জয়গান গাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) এর অধ্যাপক-অধ্যাপিকা এবং পড়ুয়ারা। শান্তিনিকেতনের মতোই প্রকৃতির এক স্নিগ্ধ-সবুজ আবহে পালিত হল দিনটি। প্রথমে, মাতৃভাষা দিবসের তাৎপর্যবাহী বাংলা গান ও স্লোগানে মুখরিত এক শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিক্রমা করে। তারপর, বিদ্যাসাগর মূর্তির পাদদেশে পরম শ্রদ্ধা ও আন্তরিকতায় পালিত হয় দিনটি। মনীষী ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তি এবং ভাষা শহীদ বেদীতে মাল্য ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর, উন্মুক্ত আকাশের নীচে এক অনিন্দ্য সুন্দর পরিবেশে নানা ভাবে ‘মাতৃভাষা’র বন্দনা করেন অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (Political Science Dept.) অধ্যাপক শিবাজী প্রতিম বসু বলেন, “দীপাবলীর আলোর মতোই এক ভাষার আলোয় অন্য ভাষাকে আলোকিত করে তুলতে হবে। নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা রেখেও অন্যের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে।” অধ্যাপক বসু ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যক্ষ (ডিন অফ সায়েন্স/ Dean of Science) অধ্যাপক সত্যজিৎ সাহা, বাংলা বিভাগের প্রধান (HOD, Bengali) অধ্যাপক সরোজ কুমার পান, ইংরেজি বিভাগের প্রধান (HOD, English) অধ্যাপক ইন্দ্রনীল আচার্য সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক-অধ্যাপিকারা। তাঁরা প্রত্যেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন পড়ুয়াদের সামনে। পড়ুয়াদের কন্ঠে অতুল প্রসাদ সেনের “মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” এবং প্রতুল মুখোপাধ্যায়ের “আমি বাংলায় গান গাই” অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। ইংরেজি বিভাগের অধ্যাপক জয়জিত ঘোষ এবং বাংলা বিভাগের অধ্যাপিকা মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সহজাত সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্থক-সুন্দর হয়ে ওঠে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…