মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: ICSE (দশম শ্রেণী/মাধ্যমিক)’র পর, এবার ISC (দ্বাদশ/ উচ্চ মাধ্যমিক)’র মেধা তালিকাতেও পশ্চিম মেদিনীপুরের জয়জয়কার। সর্বভারতীয় মেধাতালিকায় (Merit List) পঞ্চম স্থানে আছেন- মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন (Vidyasagar Shishu Niketan)- এর ছাত্র অর্চিষ্মান চক্রবর্তী এবং খড়্গপুর শহরের সেন্ট অ্যাগনেস স্কুলের (St. Agnes School, Kharagpur) শিঞ্জিনী মন্ডল। রবিবার (২৪ জুলাই) সন্ধ্যায় কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই/ CISCE) এর পক্ষ থেকে আইএসসি (ISC)’র ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গত ১৮ জুলাই প্রকাশিত হয়েছিল আইসিএসই (ICSE)’র ফলাফল। সেখানেও মেধাতালিকায় জায়গা পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের চার কন্যা। খড়্গপুর সেন্ট অ্যাগনেসের তিন জন (অদ্রিজা পড়্যা, অস্মিতা বিষই এবং স্বস্তিকা দাস) এবং বিদ্যাসাগর শিশু নিকেতনের এক জন (ঈশিতা পন্ডা) জায়গা পেয়েছিলেন সর্বভারতীয় মেধাতালিকায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ISC’র সর্বভারতীয় মেধাতালিকায় (প্রথম থেকে পঞ্চম স্থান অবধি) পশ্চিমবঙ্গ থেকে ১৩১ জন জায়গা পেয়েছেন। সারা দেশে ৩৯৯ (৪০০’র মধ্যে) নম্বর অর্থাৎ ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ১৮ জন। এর মধ্যে, বাংলার-ই ৬ জন পরীক্ষার্থী। দ্বিতীয় স্থানে (৩৯৮) আছেন বাংলা’র ১৯ জন পরীক্ষার্থী, তৃতীয় স্থানে (৩৯৭) আছেন ১৬ জন, চতুর্থ স্থানে (৩৯৬) আছেন ৩৭ জন এবং পঞ্চম স্থানে (৩৯৫) আছেন ৫৩ জন পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলের কশিতা পন্ডা (Kasita Panda) ৩৯৮ নম্বর (৯৯.৫০ শতাংশ) পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন এবং ৩৯৫ নম্বর (৯৯.৭৫ শতাংশ) পেয়ে সেন্ট অ্যাগনেস খড়্গপুরের শিঞ্জিনী মন্ডল ও বিদ্যাসাগর শিশু নিকেতন (মেদিনীপুর)-এর অর্চিষ্মান চক্রবর্তী পঞ্চম স্থান দখল করেছেন। জানা গেছে, মোট ৯৬ হাজার ৯৪০ জন পড়ুয়া এবার ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী। আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রাজ্যে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। যেখানে দেশের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। রাজ্যে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪১ শতাংশ। ছেলেদের পাশের হার তুলনায় কিছুটা কম, ৯৮.৯৩ শতাংশ।
এদিকে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন কর্তৃপক্ষ জানিয়েছেন, আইএসসি (ISC) পরীক্ষায় বসেছিলেন স্কুলের ১০৭ জন পড়ুয়া। পাস করেছেন সকলেই। ৯৫ শতাংশ বা তার বেশি নাম্বার পেয়েছেন ৭ জন; ৯০ শতাংশের ঊর্ধ্বে কিন্তু ৯৫ শতাংশের কম নম্বর পেয়েছেন ২৫ জন এবং ৮০ শতাংশ থেকে ৮৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৪৭ জন। ৮০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন বাকি ২৮ জন। বিজ্ঞান (Science) বিভাগ থেকে সর্বাধিক ৩৯৫ (৯৮.৭৫ শতাংশ) নম্বর পেয়ে সারা দেশের মেধাতালিকায় (পঞ্চম) জায়গা করে নিয়েছেন অর্চিষ্মান চক্রবর্তী। কলা (Humanities) বিভাগ থেকে বিদ্যালয়ের সর্বাধিক নম্বর পেয়েছেন সৌহার্দ্য দে। সৌহার্দ্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা করেই ৯৭.২৫ শতাংশ নম্বর পেয়েছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের বাসিন্দা সৌহার্দ্য সম্প্রতি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ‘পি.এম যুবা’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, সারা দেশের অন্যতম প্রতিশ্রুতিমান লেখক হিসেবে। এর আগে, একাদশ শ্রেণীতে পাঠরত অবস্থাতেই ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার- ২০২১’ জিতে নিয়েছিলেন। তাছাড়াও, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records), রয়্যাল এশিয়াটিক সোসাইটি (Royal Asiatic Society)’র সর্বকনিষ্ঠ সদস্য রূপে ‘ফেলোশিপ’ (Youngest Fellow of Royal Asiatic Society) অর্জন-ও করেছেন সৌহার্দ্য। অন্যদিকে, বাণিজ্য (Commerce) বিভাগ থেকে বিদ্যাসাগর শিশু নিকেতনে সর্বাধিক নম্বর (৮৮.২৫ শতাংশ) পেয়েছেন দীপক শর্মা। অপরদিকে, ICSE’র পর ISC-তেও মেদিনীপুর শহরের রয়্যাল অ্যাকাডেমি (Royal Academy) স্কুলের ছাত্র-ছাত্রীরা ভালো ফল করেছেন। সর্বোচ্চ, ৯৮.২৫ শতাংশ (৩৯৩) নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম হয়েছেন সূর্য শংকর রায়। ৯৭.২৫ শতাংশ নম্বর (৩৯০) পেয়েছেন দুই ছাত্রী যথাক্রমে, সুচরিতা পট্টনায়েক এবং মোনালিসা রায়। বিদ্যালয়ের ৬০ জন পড়ুয়ার মধ্যে ৮ জন পেয়েছেন ৯০ শতাংশের অধিক নম্বর এবং সকলেই পাস করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।