দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ জন প্রাথমিক শিক্ষকের বদলির নির্দেশ জারি করা হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (Paschim Medinipur District Primary School Council) তরফে। মঙ্গলবার (৩০ আগস্ট) এই নির্দেশিকা জারি করা হয়েছে। সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ সরকার স্বাক্ষরিত নির্দেশিকাতে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের (প্রাথমিক) ২৬ আগস্টের অর্ডার মেনে এবং শিক্ষার স্বার্থে এই বদলির তালিকা কার্যকর করা হচ্ছে। তালিকায় মোট ১৪ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক তরুণ সরকার এই বিষয়ে জানিয়েছেন, “একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, যে সমস্ত স্কুলে ছাত্রদের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি অর্থাৎ ছাত্র-শিক্ষক অনুপাতের তুলনায় বেশি শিক্ষক আছেন, তাঁদের অন্যত্র অর্থাৎ যে স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, সেখানে পাঠানোর জন্য। সেই মতো রাজ্যে সম্ভবত ২৫৪ জন শিক্ষকের বদলি করা হচ্ছে। তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ জন আছেন।”

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (Paschim Medinipur DPSC) :

তালিকা অনুযায়ী, ডেবরা পূর্ব (Debra East) সার্কেলের ৪ জন শিক্ষককে ওই সার্কেলেরই অন্য স্কুলে বদলি করা হয়েছে। ১ জন শিক্ষককে পার্শ্ববর্তী মাদপুর সার্কেলে বদলি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ৫ জনের মধ্যে ৪ জন-ই চকসাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গেছে, ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা তলানিতে পৌঁছেছিল! তাই, শিক্ষকদের পাশাপাশি অন্য স্কুলে বদলি করা হচ্ছে। এছাড়াও, সদর পশ্চিম (Sadar West) সার্কেলের ৩ জন শিক্ষককে ওই সার্কেলেরই অন্য স্কুলে বদলি করা হয়েছে। একইভাবে, নাড়াজোল-১ নং (Narajole- 1) সার্কেলের ৪ জন শিক্ষককে ওই সার্কেলেরই অন্য স্কুলে (২ জন) বা পার্শ্ববর্তী সার্কেলে (ঘাটাল ও সোনাখালী) বদলি করা হয়েছে। এছাড়াও, খড়্গপুর পশ্চিম (Kharagpur West) সার্কেলের ২ জন শিক্ষককে যথাক্রমে খড়্গপুর ও ডেবরা পূর্ব (Debra East) সার্কেলে বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, “এই বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে তাঁর নিজের সার্কেলেই রাখার চেষ্টা করা হয়েছে। কিছু ক্ষেত্রে পাশের সার্কেলে দেওয়া হয়েছে। তবে, যাতে তাঁদের অসুবিধা না হয়, সেজন্য যতটা সম্ভব কাছাকাছি স্কুলেই দেওয়া হয়েছে।”