দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: ইংরেজি মাধ্যম স্কুলের সর্বভারতীয় মান নির্ণায়ক অন্যতম একটি সংস্থা হলো- “এডুকেশন ওয়ার্ল্ড” (Education World)। সেই সংস্থা’র বিচারে জেলায় প্রথম, রাজ্যে দ্বিতীয় এবং দেশে সপ্তম স্থান অধিকার করলো মেদিনীপুর শহরের শিশু শিক্ষার্থীদের জন্য অন্যতম সুপরিচিত ইংরেজি মাধ্যম স্কুল “দ্য ট্রি কিডস”। প্রসঙ্গত, করোনা অতিমারীর প্রকোপে প্রায় দুটি শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীদের পড়াশোনার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে অনলাইন বা ভার্চুয়াল। স্বভাবতই, বিদ্যালয়ের পরিবেশ বা শিক্ষক-শিক্ষিকাদের প্রত্যক্ষ সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। কিন্তু, এই প্রতিবন্ধকতার মধ্যেও বেশিরভাগ স্কুল সচেষ্ট ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে সহজাত সু-সম্পর্ক বজায় রাখার জন্য। “এডুকেশন ওয়ার্ল্ড” সংস্থা তাদের শিক্ষা সংক্রান্ত গবেষণায় এই অনলাইন শিক্ষা ব্যবস্থাতেও ছাত্র-শিক্ষক-অভিভাবক (TEACHER-PARENT-STUDENT ENGAGEMENT) সম্পর্ক বিভাগটিতে মেদিনীপুর শহরের “দ্য ট্রি কিডস” স্কুলটিকে পুরস্কৃত করেছে। র্যাঙ্কের বিচারে দেশের মধ্যে সপ্তম এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্য ট্রি কিডস।
উল্লেখ্য যে, “এডুকেশন ওয়ার্ল্ড” সংস্থা সারা দেশ জুড়ে শিক্ষা সম্বন্ধীয় বিভাগের উপর সমীক্ষা বা সার্ভে করে থাকে। সেই সার্ভের নিরিখেই পশ্চিম মেদিনীপুর জেলার বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে দ্য ট্রি কিডস (The Tree Kids School) স্কুলকে “প্রথম” রূপে বিবেচনা করা হয়েছে। সেইমতো শংসাপত্র সহ পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলের অধ্যক্ষা (প্রিন্সিপাল) রুম্পা খান বারিকের কাছে। অধ্যক্ষা (Principal) জানিয়েছেন, “এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত।” স্কুলের এক শিক্ষিকা বলেন, “আমরা গর্বিত যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সুসম্পর্ক বিভাগে আমরা পুরস্কৃত হয়েছি। স্বাভাবিকভাবেই, আমাদের শিক্ষার্থী ও অভিভাবকরাও এজন্য সমানভাবে কৃতিত্বের দাবি রাখেন।”