দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ নভেম্বর: এক সপ্তাহ ক্লাস হওয়ার পরই, স্কুল খোলা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসের সময়সীমা বদল করা হল। ক্লাসের সময়সীমা বদলের পাশাপাশি এবার পৃথক পৃথক দিনে বা বিকল্প দিনে (রোটেশন পদ্ধতি মেনে) ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তরের অধীন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রবিবার সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে দূরত্ব বজায় রাখার জন্য দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোমবার, বুধবার এবং শুক্রবার। সুতরাং, সপ্তাহে তিনদিন দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে। অন্যদিকে, সপ্তাহে দু’দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে।
এর পাশাপাশি বদল করা হয়েছে ক্লাসের সময়সীমাও। করোনা পরিস্থিতির আগে যে সময়সীমা ধরে ক্লাস নেওয়া হতো সেই সময় সীমাতেই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সকাল ১০ টা ৫০ মিঃ থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত হবে ক্লাস।পর্ষদের তরফে নির্দেশিকা দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে শনিবার কোন পঠন-পাঠন হবে না। শনিবার শুধুমাত্র ফিডব্যাক এবং অভিভাবকদের অরিয়েন্টেশন করানো হবে। অর্থাৎ, এক্ষেত্রে শনিবার স্কুলে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে এও জানানো হয়েছে, দার্জিলিং এবং কালিম্পং জেলা তে স্কুল এর সময়সীমা সকাল সাড়ে ন’টা থেকে দুপুর তিনটে পর্যন্ত।
উল্লেখ্য যে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এক সপ্তাহের মধ্যেই ফের ক্লাসের সময়সীমা সংক্রান্ত একাধিক রদবদল করল রাজ্য। প্রসঙ্গত, গত শুক্রবার প্রত্যেকটি জেলার একজন করে প্রধান শিক্ষক এবং প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে স্কুল শিক্ষা দপ্তর। আলোচনাতে স্কুলগুলির উপস্থিতির হার সহ একাধিক বিষয় নিয়ে মতামত নেয় রাজ্য। সে ক্ষেত্রে দেখা যায় নবম ও একাদশ শ্রেণির উপস্থিতির হার স্কুলগুলিতে অনেকটাই কমে যাচ্ছে। শুধু তাই নয়, সামগ্রিকভাবে স্কুলগুলিতে উপস্থিতির হারও আশাব্যঞ্জক নয়! তাই, পরিবর্তিত সূচি জারি করে, বিকল্প দিনে বা একদিন ছাড়া (রোটেশন পদ্ধতি মেনে) ক্লাস নেওয়ার বিজ্ঞপ্তি স্কুলগুলিতে পাঠানো হল।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…