দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন:সকাল দশটা থেকে শুরু হয়েছিল আন্দোলন। এখন, রাত্রি দশটা বাজে, এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) এর ছাত্রীরা। দাবি একটাই, “অফলাইনে নয়, অনলাইনে পরীক্ষা নিতে হবে।” অনড় কলেজ কর্তৃপক্ষ-ও। তাই, অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা’দের ঘেরাও করে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রীরা। এই আন্দোলনে মূলত নেতৃত্ব দিচ্ছেন, তৃতীয় বর্ষের (6th Semester) ছাত্রীরা। তাঁরা প্রয়োজনে সারারাত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
ছাত্রীদের বক্তব্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজেই অনলাইন পরীক্ষার দাবি মেনে নেওয়া হয়েছে। এমনকি, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) সহ সমস্ত স্বশাসিত (অটোনমাস/Autonomous) কলেজেও অনলাইনে পরীক্ষা হবে। তাহলে, তাঁরা কেন, অফলাইনে পরীক্ষা দেবেন? তৃতীয় বর্ষ অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের বক্তব্য, এর ফলে অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে তাঁদের নাম্বার কম উঠবে। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দৌড়ে পিছিয়ে যাবেন! এনিয়ে, আজ (৬ জুন) রাত্রি দশটা পর্যন্ত কলেজের অধ্যক্ষা বা কলেজ কর্তৃপক্ষ নিজেদের দাবি থেকে সরে আসেননি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…
মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…