দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন:সকাল দশটা থেকে শুরু হয়েছিল আন্দোলন। এখন, রাত্রি দশটা বাজে, এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) এর ছাত্রীরা। দাবি একটাই, “অফলাইনে নয়, অনলাইনে পরীক্ষা নিতে হবে।” অনড় কলেজ কর্তৃপক্ষ-ও। তাই, অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা’দের ঘেরাও করে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রীরা। এই আন্দোলনে মূলত নেতৃত্ব দিচ্ছেন, তৃতীয় বর্ষের (6th Semester) ছাত্রীরা। তাঁরা প্রয়োজনে সারারাত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

thebengalpost.net
আন্দোলনে ছাত্রীরা :

ছাত্রীদের বক্তব্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজেই অনলাইন পরীক্ষার দাবি মেনে নেওয়া হয়েছে। এমনকি, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) সহ সমস্ত স্বশাসিত (অটোনমাস/Autonomous) কলেজেও অনলাইনে পরীক্ষা হবে। তাহলে, তাঁরা কেন, অফলাইনে পরীক্ষা দেবেন? তৃতীয় বর্ষ অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের বক্তব্য, এর ফলে অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে তাঁদের নাম্বার কম উঠবে। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দৌড়ে পিছিয়ে যাবেন! এনিয়ে, আজ (৬ জুন) রাত্রি দশটা পর্যন্ত কলেজের অধ্যক্ষা বা কলেজ কর্তৃপক্ষ নিজেদের দাবি থেকে সরে আসেননি।

thebengalpost.net
We want Online Exam: