দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৩ আগস্ট: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) নবগঠিত ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি (Ad hoc Committee)-র অন্যতম সদস্য হিসেবে মনোনীত হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) প্রাক্তন উপাচার্য তথা রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিষয়ের বরিষ্ঠ অধ্যাপক শিবাজী প্রতিম বসু। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের (প্রাথমিক শিক্ষা) তরফে এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমিটির প্রেসিডেন্ট হিসেবে যথারীতি মুখ্য ভূমিকা পালন করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট (President) অধ্যাপক গৌতম পাল-ই।

thebengalpost.net
বিজ্ঞপ্তি:

কমিটির বাকি ১২ জন সদস্যদের নামও প্রকাশ করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি বা নির্দেশিকাতে। সবার উপরে নাম আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র। কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন ILSR (Institute of Language Studies and Research)-র অধিকর্তা (Director) ড. স্বাতী গুহ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মন্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌগত পাল প্রমুখ। আপাতত এই কমিটির মেয়াদ এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নানা নিয়মনীতি তৈরী ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে এই অ্যাড হক কমিটিকে কার্যত ‘হাতের পুতুল’ করে রাখা হয়েছিল! এই বিষয়ে অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি জানান, “এই কমিটির জন্য রাজ্য সরকারের তরফে আমাকে উপযুক্ত বিবেচনা করা হয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ। পূর্ববর্তী নানা জটিলতা সরিয়ে রেখে, সদর্থক ভূমিকা গ্রহণ করাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। যতদিন এই কমিটিতে থাকব, সততা ও নিষ্ঠার সাথেই নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করব।”