দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:”ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে” সাতে পদার্পণ মেদিনীপুর সিটি কলেজ (Midnapore City College)-এর। সোমবার (৬ ফেব্রুয়ারি) জেলা শহর মেদিনীপুরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)’র অধীন এই মেদিনীপুর সিটি কলেজের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল। আয়োজিত হল একটি জাতীয় স্তরের সেমিনার বা আলোচনা চক্র (National Seminar) ও। কলেজের নিউট্রিশন (Nutrition) বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অধ্যাপক জে. শ্রীনিবাসন রাও। প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার (Director) অধ্যাপক প্রদীপ ঘোষের একক প্রচেষ্টায় ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অধীন ভাদুতলাতে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। সগৌরবে তা সপ্তম বর্ষে পদার্পণ করলো। বর্তমানে প্রায় ১৮টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পৃথক পৃথকভাবে পাঠদান করা হয়ে থাকে। পড়ুয়া প্রায় ৫ হাজার।

thebengalpost.net
৭ এ পদার্পণ মেদিনীপুর সিটি কলেজের:

উল্লেখ্য যে, কলা এবং বিজ্ঞান বিভাগ ছাড়াও স্বাস্থ্য ও বাণিজ্যিক স্তরে বেশকিছু বিভাগে একাধিক যুগপোযোগী কোর্স (Professional Courses)-ও করানো হয় এই কলেজে। এছাড়াও, বিজ্ঞান ও কলা বিভাগের গবেষণামূলক পাঠদানও হয়ে থাকে। ভারত সরকারের বেশ কিছু গবেষণামূলক প্রকল্পের অনুমোদন পাওয়ায় কলেজ কর্তৃপক্ষ সহ অধ্যাপক- অধ্যাপিকা, গবেষক- গবেষিকা, ছাত্র-ছাত্রী সকলেই খুশি। সপ্তম বর্ষে পদার্পণ করে এই মহাবিদ্যালয়ের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের স্তরে উন্নীত হওয়া। এমনটাই জানান কলেজের কর্ণধার বা পরিচালক (Director) প্রদীপ ঘোষ। এদিন, ১২টি বিভাগের প্রথম স্থান অর্জনকারী ৪০ জনকে পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুন্তল ঘোষ বলেন, “তিল তিল করে বড়ো হয়ে আজ এই মহাবিদ্যালয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে একটি মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশ সাধন এবং শিক্ষার মানোন্নয়ন-ই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য এই পুরস্কার প্রদান কর্মসূচি। বর্তমানে মহাবিদ্যালয়ের প্রায় ২৫ জন গবেষক-গবেষিকা বিভিন্ন বৃত্তি নিয়ে গবেষণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।”

thebengalpost.net
প্রতিষ্ঠা দিবস উদযাপন:

thebengalpost.net
পুরস্কার তুলে দেওয়া হল কৃতী শিক্ষার্থীদের হাতে: