মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১০ অক্টোবর: “দশ কুড়ি পঞ্চাশ একশ বছর/ তারপর পায়ে পায়ে আরও পঞ্চাশ/ মেদিনীপুর কলেজ দেড়শ বছর/ এ কলেজ নিজেই এক ইতিহাস/ তাই প্রাণের প্রদীপ জ্বেলে এসো/ মনের জানলা খুলে এসো…”। মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর এই থীমসঙের মধ্যেই যেন তার ইতিহাস, ব্যাপ্তি ও সংস্কৃতি পরিস্ফুট হয়ে উঠেছে। ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই কলেজ পায়ে পায়ে একশো পঞ্চাশ বছর অতিক্রম করতে চলেছে! সেই উপলক্ষেই, ২০২২ এর ৩০ জানুয়ারি মেদিনীপুর কলেজের সার্ধশতবর্ষের অনুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ২০২৩ এর ৩০ জানুয়ারি পর্যন্ত। আর, বৎসরব্যাপী অনুষ্ঠিত হতে চলা এই ‘সার্ধশতবর্ষ উদযাপন’-কে আরও স্মরণীয় করে তুলতেই, শনিবার (৯ অক্টোবর) কলেজের বিবেকানন্দ সভাগৃহে প্রকাশিত হল কলেজের লোগো, সিগনেচার টিউন, শর্ট ফিল্ম এবং থীমসঙ। এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হল, শর্ট ফিল্ম ও থীমসঙে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ অন্যান্য কলাকুশলীদের।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান এই মেদিনীপুর কলেজ অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবীদের ‘আঁতুড়ঘর’ হিসেবে প্রসিদ্ধ। বিপ্লবী দীনেশ গুপ্ত, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, নির্মলজীবন ঘোষ, প্রদ্যোৎ ভট্টাচার্য- প্রমুখদের স্মৃতিধন্য এই কলেজ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সারা দেশ তথা এশিয়া মহাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রূপে উজ্জ্বল। ন্যাকের (NAAC) বিচারে A+ গ্রেড পাওয়া এই কলেজ বর্তমানে অটোনমাস বা স্বশাসিত স্বীকৃতি লাভ করেছে। ইউজিসি (University Grants Commission) থেকে পেয়েছে ‘বিশেষ হেরিটেজ’ (Special Heritage) মর্যাদা। বর্তমানে, ২২ টি বিষয়ে স্নাতক এবং ১৪ টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয় মেদিনীপুর কলেজে। এছাড়াও, ১৪ টি প্রফেশনাল ডিপ্লোমা কোর্স বা জীবিকা অর্জনে সহায়তাকারী ডিপ্লোমা কোর্স-ও করানো হচ্ছে এই কলেজে। সেই কলেজের সার্ধশতবর্ষের গৌরবময় সন্ধিক্ষণ-কে স্মরণীয় করে রাখতে তাই আয়োজনের ত্রুটি রাখতে রাজি নয় কলেজ কর্তৃপক্ষ। সার্ধশতবর্ষের অনুষ্ঠান হবে ২০২২ এর ৩০ জানুয়ারি থেকে ২০২২ এর ৭ ফেব্রুয়ারি অবধি। সার্ধশতবর্ষ উদযাপিত হবে এক বছর ধরে। আর, এই উপলক্ষেই কলেজের প্রধান রেনবো গেটে একটি ক্লক টাওয়ার বসানো হবে। এছাড়াও, প্রাক্তনী ভবনের উদ্বোধন, স্মারক ডাকটিকিটের প্রকাশ- সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা। (শুনে নিন মেদিনীপুর কলেজের থীমসঙ-টি