thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC), নিজস্ব ছবি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও এবার নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) তরফে শুক্রবার (১০ ডিসেম্বর) এই মর্মে নির্দেশিকা জারি করা হল। আগামী ১৫ ডিসেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের যেতে হবে স্কুলে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তথা DPSC-র তরফে এই মর্মে জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শক (SI- School Inspector) দের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর DPSC’র চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC), নিজস্ব ছবি :

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের (২০২২) শুরুতেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিও খুলে যেতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-ও তেমন ইঙ্গিত দিয়ে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে, জানুয়ারি মাসেই সকল শ্রেণীর জন্যই স্কুল খুলে যেতে পারে। তার আগে অবশ্য, ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন পঞ্জী বা মার্কসিট তৈরি এবং নতুন শ্রেণীতে ভর্তির বিষয়গুলি আছে। সেই কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার জন্য বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি বাঞ্ছনীয় বলে মনে করছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেজন্যই, এই নির্দেশিকা জারি করে এস.আই দের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হল বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি’র চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। তবে, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.net
এস আই-দের প্রতি ডিপিএসসি’র নির্দেশিকা :