Education

Primary Students: প্রকৃতির কোলে ‘পাঠশালা’ মেদিনীপুরে! আগামীকাল থেকে রাজ্য জুড়ে ‘পাড়ায় শিক্ষালয়’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: আবারও যেন পথ প্রদর্শক বিদ্যাসাগরের মেদিনীপুর! দুই মেদিনীপুরে আগেই শুরু হয়েছিল প্রকৃতির কোলে চারুপাঠ (পড়াশোনা)। অভিভাবকের সম্মতি নিয়ে, প্রকৃতির কোলে অর্থাৎ খোলা আকাশের নিচে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগেই শুরু হয়েছে প্রাথমিক পড়ুয়াদের নিয়ে পাঠশালা। এবার, অনেকটা সেই ধাঁচেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে “পাড়ায় শিক্ষালয়”। আগামীকাল, সোমবার থেকে পাড়ায় পাড়ায় চালু হবে এই প্রয়াস। উদ্বোধন করবেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, স্কুলের বন্ধ ঘরে সংক্রমণের একটা ভয় থেকেই যায়! তাই স্কুলের ঘরে নয়; বরং পার্ক বা খোলা মাঠ বা অন্য কোনও খোলামেলা জায়গায়, পাড়া ধরে ধরে স্বল্প সংখ্যক শিশু শিক্ষার্থীদের নিয়ে এই ‘পাড়ায় শিক্ষালয়’ শুরু করছে রাজ্যের শিক্ষা দপ্তর। খোলা আকাশের নিচে, প্রকৃতির অঙ্গনে একদিকে যেমন শিশু শিক্ষার্থীরা খোলা মনে পড়াশোনা করতে পারবে, ঠিক তেমনই থাকবেনা সংক্রমণের ভয়! শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলে খবর। এই, উদ্যোগে খুশি ঘরবন্দী শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। বিদ্যালয়ের মতোই ক্লাস হবে, তবে প্রকৃতির কোলে। উল্লেখ্য যে, গোটা রাজ্য জুড়ে যেভাবে বিদ্যালয় খোলার আন্দোলন শুরু হয়েছে, তাতেই এবার নড়েচড়ে বসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী।

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রকৃতির কোলে পাঠশালা :

উল্লেখ্য যে, ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজ। মাঝেমধ্যে, নবম থেকে দ্বাদশ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারলেও, একেবারেই স্কুলের মুখ দেখেনি প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা। তাই এবার তাদের জন্য শুরু হচ্ছে “পাড়ায় শিক্ষালয়”। রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রায় ভেঙে পড়তে বসা শিক্ষা ব্যাবস্থায় কিছুটা হলেও আশার আলো জাগাবে এই কর্মসূচি, এমনটাই মনে করছেন শিক্ষক ও গবেষক মহলের একাংশ। তবে, দুই মেদিনীপুরে আগেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বিভিন্ন বিদ্যালয় তথা শিক্ষক মহাশয়দের আন্তরিক প্রচেষ্টায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জোতহাড় জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী-কে শিক্ষকরা, স্কুলের সামনেই গাছতলায় পড়াচ্ছিলেন। অভিবাবকদের অনুমতি নিয়ে, সপ্তাহে পাঁচদিন এই ক্লাস শুরু হয়েছিল। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে পালা করে চলছিল পড়াশোনা পর্ব। শিশু শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাঠ সম্পূর্ণ ভুলে না যায়, সেজন্যই অভিভাবকদের অনুমতি নিয়ে দুই মেদিনীপুরে এভাবেই শুরু হয়েছিল প্রকৃতির কোলে পাঠশালা। আগামীকাল থেকে অনেকটা সেই ধাঁচেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে “পাড়ায় শিক্ষালয়।”

পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রকৃতির কোলে পাঠশালা:

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

6 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

6 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

7 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 week ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

1 week ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

1 week ago