দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: সিপ অ্যাবাকাসের (SIP abacus) এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট (Arithmetic Genius Contest)-র জাতীয় পর্যায়েও সাফল্য লাভ করল জেলা শহর মেদিনীপুরের ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School) দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরিক সালুই (Sourik Salui)। উল্লেখ্য যে, সিপ অ্যাবাকাস অর্গানাইজেশনের তরফে গত ২০২৩ সালের জুলাই মাস থেকে শুরু হয় এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট (Arithmetic Genius Contest)। চারটি ধাপে এই কনটেস্টটি অনুষ্ঠিত হয়। প্রথমে স্কুল লেভেল, দ্বিতীয় পর্যায়ে এরিয়া লেভেল, তৃতীয় পর্যায়ে স্টেট লেভেল এবং শেষে ন্যাশনাল লেভেল পর্যায়ে এই কনটেস্টটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন (২৩টি) রাজ্যের প্রায় ১৫০০ স্কুলের ৫ লক্ষ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

thebengalpost.net
সৌরিক-কে পুরস্কৃত করা হয় সিপ অ্যাবাকাস কর্তৃপক্ষের তরফে:

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School) দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরিক সালুই (Sourik Salui) এই প্রতিযোগিতায় স্টেট লেভেলে (State Level) সেকেন্ড রানার আপ হয়ে গত ২৪ জানুয়ারি (২০২৪) চেন্নাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল লেভেলের (National Level) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে ২৫০ জন ছাত্র-ছাত্রী’র মধ্যে সৌরিক সেকেন্ড রানার আপ হয়ে মেদিনীপুর শহর তথা সমগ্র রাজ্যের নাম উজ্জ্বল করে। সৌরিকের এই সাফল্যে ডিএভি পাবলিক স্কুলের (DAV Public School) প্রিন্সিপাল (Principal) বনমালী বিশওয়াল সহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীরা অত্যন্ত খুশির। তাঁরা আগামীদিনে সৌরিকের আরো সাফল্য কামনা করেছেন। গত বুধবার (১৩ মার্চ) সিপের (SIP) অধিকর্তারা বিদ্যালয়ে এসে সৌরিক-কে পুরস্কৃত করেন।