দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: ভোররাত (রাত্রি আড়াইটা অবধি) পর্যন্ত চললো আন্দোলন। অনলাইন পরীক্ষার দাবিতে অবস্থান চালিয়ে গেলেন মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। তবে, সেই আন্দোলন সফল হলো না! অফলাইন পরীক্ষা’র দাবিতেই অনড় থাকলেন কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা তথা কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত, পুলিশ ও প্রশাসনের তৎপরতায় রাত্রি আড়াইটা নাগাদ অবরোধ তুললেন ছাত্রীরা। মঙ্গলবার দুপুর অবধি পাওয়া তথ্য অনুযায়ী, জুন মাসের শেষ সপ্তাহে (২৬ জুন নাগাদ) কলেজের তৃতীয় বর্ষের অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের অফলাইনেই পরীক্ষা হতে চলেছে।

thebengalpost.net
আন্দোলনে ছাত্রীরা :

প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজেই অনলাইন পরীক্ষার দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি ছিল, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের। এমনকি, স্বশাসিত (অটোনমাস/Autonomous) কলেজ গুলিতেও অনলাইনে পরীক্ষা হচ্ছে বলে তাঁদের বক্তব্য। তাহলে, তাঁরাই শুধু অফলাইনে পরীক্ষা দেবেন কেন? তৃতীয় বর্ষ অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রীদের বক্তব্য, এর ফলে অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে তাঁদের নাম্বার কম উঠবে। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দৌড়ে পিছিয়ে যাবেন! এই দাবিতেই সোমবার সকাল দশটা থেকে যে অবস্থান আন্দোলন শুরু হয়, তা রাত্রি আড়াইটা পর্যন্ত চলে। তবে, কলেজের অধ্যক্ষা সোমবার গভীর রাতেও সাংবাদিকদের ফোনে জানিয়ে দেন, “কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৬ জুন থেকে অফলাইনেই পরীক্ষা শুরু হবে। এমনিতেই, ৬ জুন থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২৬ জুন করা হয়েছে।”

thebengalpost.net
We want Online Exam:

thebengalpost.net
উঠে গেল আন্দোলন :