Education

Scholarship: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী সহ ২-টি ব্লকের ৮৬ জন কৃতী পড়ুয়ার হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দিলেন খড়্গপুরের ‘সাঁতরা পরিবার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: সমাজসেবার অনন্য ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ এবারও নতুন বছরের প্রথমদিনে (১ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের বেনাপুর এলাকার বাসিন্দা ‘সাঁতরা পরিবার’ এবং তাঁদের বাণিজ্যিক সংস্থা ‘সোমা এগ্রো পোল্ট্রি ফার্ম’- এর যৌথ উদ্যোগে খড়্গপুর ১নং ও ২নং ব্লকের ৮৬ জন কৃতী ছাত্রছাত্রী-কে এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হল। একইসঙ্গে, এই দুই ব্লকের (খড়্গপুর ১নং ও ২নং) যথাক্রমে- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের হাতেও আর্থিক অনুদান ও পুরস্কার তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে বেনাপুরে সংস্থার অফিস চত্বরে তথা সাঁতরা পরিবারের বাসভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বৃত্তি প্রদান:

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর ১নং ব্লকের বিডিও সৌমেন দাস, ২নং ব্লকের বিডিও সুব্রত ঘোষ, প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক (ARDA) চিন্ময় চক্রবর্তী, স্থানীয় উপপ্রধান তথা বিশিষ্ট শিক্ষানুরাগী অমরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও, এই দু’টি ব্লকের যথাক্রমে- বেনাপুর উচ্চ বিদ্যালয়, খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনের শিক্ষক-শিক্ষিকা ও কৃতী ছাত্রছাত্রীরাও এদিন উপস্থিত হয়েছিলেন। এই তিনটি স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ৮৬ জন কৃতি পড়ুয়াকে এদিন আর্থিক বৃত্তি (১ম- ৫ হাজার, ২য়- ৪ হাজার এবং ৩য়- ৩ হাজার) প্রদান করার সাথে সাথেই সংবর্ধিত করা হয়।

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা:

এছাড়াও, এদিন সম্মাননা প্রদান করা হয় খড়্গপুর ১নং ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী, যথাক্রমে- রামানন্দ দাস (656/খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়) ও ডলি নন্দী (458/খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়) এবং খড়্গপুর ২নং ব্লকের, যথাক্রমে- শুভময় পাত্র (664/রাধাবল্লভপুর উচ্চ বিদ্যালয়) ও সন্দীপ দে (467/তেলিপুকুর উচ্চ বিদ্যালয়)-কে। উদ্যোক্তাদের তরফে এদিন অনাদিকান্ত সাঁতরা ও নীলকান্ত আচার্য্য বলেন, প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের উৎসাহিত করতেই প্রতি বছর ১ জানুয়ারি এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে, এলাকার শিক্ষার বিকাশের স্বার্থে সাঁতরা পরিবারের এই অনন্য উদ্যোগ-কে কুর্নিশ জানিয়েছেন দুই ব্লকের BDO সহ অতিথিরা।

বৃত্তি তুলে দিলেন বিডিও সৌমেন দাস:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

18 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

21 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago