Education

Midnapore: অতিমারীর পর প্রথম স্কুল, মেদিনীপুর শহরের ইংরেজি মাধ্যম স্কুলের সামনে আছড়ে পড়ল অভিভাবক আর কচিকাঁচাদের ঢেউ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল:প্রায় দু’মাস আগে খুলে গেছে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। ধীরে ধীরে খুলছে বেসরকারি স্কুলগুলিও। অতিমারীর বন্দী-দশা কাটিয়ে প্রায় দু’বছর পর, সোমবার (১১ এপ্রিল) খুলে গেল মেদিনীপুর শহরের আরও একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল। দীর্ঘ অপেক্ষা শেষে, প্রথম দিনের স্কুল ঘিরে সোমবার সকাল থেকেই বিদ্যাসাগর শিশু নিকেতন (Vidyasagar Sishu Niketan) নামে ওই ইংরেজি মাধ্যম স্কুলের সামনে ছিল অভিভাবক আর কচিকাঁচাদের ভিড়। সকাল সাড়ে সাতটার পর থেকেই যেন একপ্রকার ঢেউ আছড়ে পড়েছিল শহরের সিপাই বাজার গির্জা সংলগ্ন ওই স্কুলের রাস্তায়। ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। যদিও, স্কুলের তরফে প্রতিটি ক্লাসের ক্ষেত্রে প্রবেশের ব্যবধান রাখা হয়েছিল ১০ মিনিট করে। ৮ টা থেকে ৮ টা ২০ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল বিভিন্ন ক্লাসের (লোয়ার নার্সারি থেকে ফোর অবধি) কচিকাঁচাদের প্রবেশের জন্য। তবে, উৎসাহ আর উদ্দীপনা নিয়ে সকল অভিভাবকই সকাল প্রায় সাড়ে সাতটা থেকেই স্কুলের সামনে পৌঁছে গিয়েছিলেন।

স্কুলের সামনে রাস্তায় থিকথিকে ভিড় :

উল্লেখ্য যে, ২০২০’র মার্চের পর প্রায় দু’বছর স্কুল ছুটি থাকায়, অন্তত তিনটি ক্লাসের কচিকাঁচারা প্রথমবার স্কুলের মুখ দেখলো। সরকারি মাধ্যম স্কুলের ক্ষেত্রে তা যেমন প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণী, বেসরকারি স্কুলের ক্ষেত্রে তা নার্সারি বা লোয়ার বা কেজি (যে স্কুলে যেমন নাম) প্রভৃতি। স্বভাবতই, এক এক করে বিভিন্ন স্কুলের এই শিশু শিক্ষার্থীদের প্রথমবার স্কুলে পদার্পণ ঘিরে কচিকাঁচা আর অভিভাবক, উভয়ের মধ্যেই দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনার ছোঁয়া। অন্যদিকে, অন্যান্য শ্রেণীর পড়ুয়ারাও প্রায় দু’বছর পরে তাদের প্রিয় স্কুল প্রাঙ্গণে দাপাদাপি করার সুযোগ পেয়েছে। ফলে, তাদের মধ্যেও উন্মাদনার অভাব নেই। সোমবার, মেদিনীপুর শহরের বেসরকারি ইংরেজি মাধ্যম (ICSE) স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের লোয়ার নার্সারি’র সাথে সাথে আপার নার্সারি ও কেজি শ্রেণীর পড়ুয়ারাও প্রথমবারের জন্য স্কুলের মুখ দেখলো। কারণ, গত দু’বছর অতিমারীর প্রকোপে এই দু’টি শ্রেণীর পড়ুয়াদের ঘরে বসেই ক্লাস করতে হয়েছে। এদিন তাই কচিকাঁচাদের স্কুলে পৌঁছে দিতে পেরে খুশিতে ফেট পড়লেন অভিভাবকরা। তাঁরা বললেন, “সমস্ত ভিড়ভাট্টা, গুমোট গরম, যানজটের যন্ত্রণা যেন এই আনন্দের কাছে কিছুই নয়! স্কুল ছাড়া কি শিশুদের সার্বিক বিকাশ সম্ভব!” খুশি পড়ুয়ারাও। যে স্কুল শিশুদের ‘দ্বিতীয় গৃহ’ (Second Home) হিসেবে পরিচিত, সেখানে পৌঁছে তারাও যেন নিজেদের প্রিয় জগত ফিরে পেল!

পছন্দের দুনিয়ায় :

প্রিয় স্কুল প্রাঙ্গণে কচিকাঁচারা :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

1 day ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

1 day ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

2 days ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

4 days ago