দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: করোনা কালে পরিবারের হাল ধরতে মোটর গ্যারাজে কাজ নিতে হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিন্ড্রাকুলি গ্রামের সৌরভ-কে। তা সত্ত্বেও নিজের পড়াশোনা চালিয়ে গেছে সে। তার ফল-ও এবার পেল হাতে নাতে। উচ্চ মাধ্যমিককে প্রায় ৭৫ শতাংশ নম্বর পেল পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরভ মাহাত। বৃহস্পতিবার সেই সৌরভকেই কুর্নিশ জানিয়ে, তার পাশে থাকার বার্তা দিতে পিন্ড্রাকুলি গ্রামে পৌঁছে গিয়েছিলেন এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশন- এর সদস্যরা। আপ্লুত সৌরভ! কলা বিভাগের এই ছাত্র জানিয়েছে, “পরীক্ষা ভালো হয়েছিল। হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল বলে আলাদা কোনো সুবিধা আমরা পাইনি। তবে, ভয়-ভীতি সরিয়ে রেখে পরীক্ষা দিয়েছিলাম।” সৌরভের ইচ্ছে এবার আইটিআই (ITI) নিয়ে পড়াশোনা করে একজন ভাল টেকনিশিয়ান হয়ে ওঠা।

thebengalpost.net
সৌরভকে সংবর্ধনা:

বৃহস্পতিবার সৌরভের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানালেন এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনে’র সদস্যরা। সৌরভ তাদের জানিয়েছে, সে যেহেতু বাইকের গ্যারাজে কাজ শুরু করেছে। তাই, আইটিআই নিয়ে পড়াশোনা করে একজন ভাল টেকনিশিয়ান হতে চায়। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা কালে দরিদ্র পরিবারের হাল ধরতেই সৌরভ মেদিনীপুর শহরের উপকণ্ঠে খয়রুল্লাচকে একটি মোটর বাইক গ্যারাজে কাজ নিয়েছিল। তা সত্ত্বেও সৌরভ পরীক্ষায় ভালো ফল করেছে। এই খবর পাওয়ার পরই বৃহস্পতিবার বিকেলে সৌরভের বাড়িতে পৌঁছে যান সংগঠনের সভাপতি রাহুল কোলে, সম্পাদক শুভনীল সাহু, সৌমেন হেলানী, কার্তিক মাইতি প্রমুখ। তাঁরা জানিয়েছেন, আগামী দিনেও সৌরভের পড়াশোনা যাতে মাঝপথে থেমে না যায়, সেজন্য তাঁরা যথাসাধ্য পাশে থাকবেন।‌ অন্যান্য সংস্থাগুলিকেও তাঁরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।