thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (Paschim Medinipur DPSC) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: শুধু ২০১৪ টেট নয়, ২০১২ টেট সহ বর্তমান সরকারের আমলে নিযুক্ত সকল প্রাথমিক শিক্ষকের তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)। সেই মতো মঙ্গলবার-ই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আগামী ১ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪-টার মধ্যে রাজ্যের সমস্ত DPSC বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ-কে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য হিসেবে এক্সেল ফর্মাটে জমা করতে হবে-
সংশ্লিষ্ট শিক্ষকের নাম, টেট পরীক্ষার রোল নম্বর, বাবার নাম, ক্যাটাগরি, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, স্কুলের নাম, যোগদানের বছর।

thebengalpost.net
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি:

ইতিমধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সহ প্রতিটি সংসদ অফিসেই এ নিয়ে চরম তৎপরতা শুরু হয়েছে। প্রতিটি সংসদ আবার অবর বিদ্যালয় পরিদর্শক (SI)-দের কাছে তথ্য জানতে চেয়েছে। মাঝখানে মাত্র ২৪ ঘন্টার কিছু বেশি সময় আছে। তাই, তৎপরতা তুঙ্গে বলে জানিয়েছেন আধিকারিকরা। এর আগে একবার, ২০১৪ টেট অর্থাৎ ২০১৭ ও ২০২১ সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের তথ্য পাঠানো হয়েছে। এবার যুক্ত হল ২০১২ টেট (মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হওয়া প্রথম টেট) অর্থাৎ ২০১৪ সালে নিযুক্ত শিক্ষকদের তথ্য পাঠানোর বিষয়টিও। স্বাভাবিকভাবেই, রাজ্যে নিযুক্ত প্রায় ৭৫ হাজার শিক্ষকের টেট পাস করার তথ্য সহ খুঁটিনাটি বিষয় তুলে দিতে হচ্ছে ইডি-কে। অনুমান করা হচ্ছে যে, এই সমস্ত সঠিক তথ্য হয়তো ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে পর্ষদ! সেজন্যই, বারবার তা চেয়ে পাঠানো হচ্ছে জেলা সংসদের কাছ থেকে! এদিকে, আইনজীবীরা এখনও জানাচ্ছেন, নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সমস্ত তথ্য যেকোনো দিন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হতে পারে! এখনও, আদালত সরাসরি সেই নির্দেশ না দিলেও, বিষয়টির সম্ভাবনা মঙ্গলবারও উড়িয়ে দেননি কলকাতা হাইকোর্টের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামিম-রা।