দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: খ্রিস্টান সার্ভিস সোসাইটির অধীন পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভীমপুরে অবস্থিত দু’টি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ ঘিরে নানা দুর্নীতির অভিযোগ উঠছে গত কয়েক বছর ধরেই। অভিযোগ, নিয়োগের ফাঁদ পেতে কোটি কোটি টাকা রোজগার করার জন্য সোসাইটির চেয়ারম্যান, এক্সিকিউটিভ সেক্রটারি সহ বেশ কয়েকজন মিলে ‘ঘুঘুর বাসা’ তৈরী করেছেন এই দু’টি স্কুলকে কেন্দ্র করে। বেকারত্বের বাজারে গত ৬-৭ বছর ধরে সেই পাতা ফাঁদে পা দিয়েছেন বহু চাকরিপ্রার্থী। ‘অবৈধভাবে’ শূন্যপদ (পোস্ট) তৈরী করে ‘ব্যাকডেটে’ বেশ কিছু চাকরিপ্রার্থী-কে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগও অবশ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। আবার, কিছুজনের অভিযোগ, তাঁদের কাছ থেকে ১৮-২০ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়নি। তবে, প্রতারিত হয়েছেন এই দু’পক্ষই! খ্রিস্টান সার্ভিস সোসাইটির ভাইস চেয়ারম্যান সহ বেশ কিছু কর্মকর্তার করা FIR এবং হাইকোর্টে দায়ের করা মামলার ভিত্তিতে, পশ্চিম মেদিনীপুরের বর্তমান ডি.আই (DI)-এর জারি করা নির্দেশে চলতি মাসেই বেতন বন্ধ করা হয়েছে দুই শিক্ষক ও এক শিক্ষাকর্মীর।
সম্প্রতি, পশ্চিম মেদিনীপুরের বর্তমান ডিআই (সেকেন্ডারি) স্বপন কুমার সামন্ত-র স্বাক্ষরিত একটি নির্দেশিকা এবং তথ্যের অধিকার আইনে করা একটি চিঠির উত্তর প্রকাশ্যে আসার পরই রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। জানা গেছে, খ্রিস্টান সার্ভিস সোসাইটির অধীন ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অজয় পান্ডে ও শিক্ষাকর্মী রাজেশ ঘোষ এবং ভীমপুর এবিএম গার্লস হাইস্কুলের শিক্ষিকা তনুশ্রী ভুঁইয়া-র বেতন বন্ধ করা হয়েছে চলতি (নভেম্বর) মাস থেকে। এমনকি, তনুশ্রী ভুঁইয়া-র গত ৭ মাসের বেতন (প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা)ও ফেরত চাওয়া হয়েছে জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের (ডি.আই অফিসের) তরফে। উল্লেখ্য যে, খ্রিস্টান সার্ভিস সোসাইটির অধীন এই সমস্ত স্কুলে নিয়োগের দায়িত্বে সোসাইটি থাকলেও, বেতন দেয় রাজ্য সরকার। আর, নিয়োগ করার সেই ‘অধিকার’-কেই নিজেদের টাকা রোজগারের অসৎ উপায় হিসেবে ব্যবহার করে চলেছেন সোসাইটির চেয়ারম্যান প্রভঞ্জন শিট, এক্সিকিউটিভ সেক্রেটারি ড্যানিয়েল দাস প্রমুখ; এমনটাই অভিযোগ ভাইস চেয়ারম্যান স্যামুয়েল হাঁসদা সহ ওই দুই স্কুলের একাধিক শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী থেকে প্রতারিত চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, “৩ জনকে দিয়ে শুরু হয়েছে। সঠিক তদন্ত হলে অনেকের চাকরি যাবে। আর ওদের জেল হবে!”
অভিযোগ, বছরখানেক আগেই ব্যাকডেটে মোট ১২ জন (বা, ১০ জন)-কে ‘অ্যাপ্রুভাল’ (Approval) দিয়ে গেছেন তৎকালীন ডি.আই চাপেশ্বর সর্দার। অথচ, তাঁরা কোনদিন স্কুলেই যাননি বলেও অভিযোগ। সোসাইটির ওই কর্মকর্তাদের (প্রভঞ্জন শিটদের) কাছে টাকা নিয়ে তিনি (তৎকালীন ডিআই) এই অন্যায় করেছেন বলে অভিযোগ স্যামুয়েল হাঁসদা, শুকলাল মুর্মু, ফিলিপ মুর্মু প্রমুখ সদস্যের। ইতিমধ্যে, প্রতারিতরা শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টে FIR ও করেছেন। সেই তদন্ত চলছে। একইসঙ্গে, এই নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেও মামলা চলছে বলে তাঁরা জানিয়েছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বর্তমান ডি.আই ৩ জনের বেতন বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন স্যামুয়েল, শুকলাল প্রমুখ। তাঁদের দাবি, কোটি কোটি টাকার এই দুর্নীতিতে জেলার বহু নেতা-মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকরা যুক্ত থাকতে পারেন, তাই অবিলম্বে সঠিকভাবে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই বিষয়ে বর্তমান ডি.আই স্বপন কুমার সামন্ত-র সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি জানান, “এই বিষয়ে এখনই আমি কিছু বলব না!” বিষয়টি আদালতের বিচারাধীন বলেই হয়তো তিনি এড়িয়ে গিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। অপরদিকে, অভিযুক্ত পক্ষদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি। তবে, ওই দুই স্কুলের মধ্যে ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ের টিআইসি সোনালী শিট (সম্পর্কে প্রভঞ্জন শিটের বড় মেয়ে) জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখেই সবকিছু করা হয়েছে ডিআই অফিস থেকে। অন্যদিকে, প্রভঞ্জন শিটের অপর এক মেয়ে তথা ভীমপুর এবিএম গার্লস হাইস্কুলের বর্তমান টিআইসি চৈতালী শিট এই বিষয়ে কিছু বলার আগেই ফোন কেটে দেন!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…