মণিরাজ ঘোষ, খড়্গপুর ও মেদিনীপুর, ১৫ মে: গতকাল (রবিবার) প্রকাশিত ICSE’র সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় স্থান (3rd Position) অধিকার করেছে মেদিনীপুর শহরের (শেখপুরা) বাসিন্দা তথা বিদ্যাসাগর শিশু নিকেতন (Vidyasagar Shishu Niketan)’র ছাত্রী মহিকা দে (Mohika De)। মহিকা’র প্রাপ্ত নম্বর 500’র মধ্যে 497 (99.4%)। অপরদিকে, সর্বভারতীয় মেধাতালিকায় পঞ্চম স্থান (5th Position) অধিকার করেছে খড়্গপুরের সেন্ট অ্যাগনেস স্কুল (St. Agnes School, Kharagpur)’র ছাত্র অর্চিষ্মান নন্দী (Archisman Nandy)। অর্চিষ্মান পেয়েছে 495 (99%) নম্বর। অর্চিষ্মানের বাড়ি খড়্গপুর শহরের উপকণ্ঠে বারবেটিয়া সংলগ্ন চাঙ্গুয়ালে। শুধু পড়াশোনা নয়, অর্চিষ্মান পড়াশোনার বাইরেও একাধিক বিষয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে ইতিমধ্যে। পুরস্কৃত হয়েছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, অলিম্পিয়াড, ম্যাথ উইজার্ড সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়। বহুমুখী প্রতিভার অধিকারী অর্চিষ্মান ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, দাবা, বিভিন্ন ইংরেজি পত্র-পত্রিকায় কবিতা ও প্রবন্ধ লেখাতেও সমান পারদর্শী। অবসর সময়ে আবৃত্তি, তবলা ও খেলাধুলা নিয়েও সময় কাটায় অর্চিষ্মান।
অর্চিষ্মান ছাড়াও সেন্ট অ্যাগনেস খড়্গপুরের আরো এক পড়ুয়া 98 শতাংশের বেশি নম্বর পেয়েছে ICSE-তে। সৌমেন্দু কর নামে ওই মেধাবী ছাত্র 500’র মধ্যে পেয়েছে 492 (98.4%) নম্বর। অন্যদিকে, মেদিনীপুর শহরের রয়েল অ্যাকাডেমি (Royal Academy, Midnapore) স্কুলের সৌম্য দাস 500’র মধ্যে 491 (98.2%) নম্বর পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। সফল হয়েছে বিদ্যালয়ের ২৬ জন পড়ুয়াই। এছাড়াও, খড়্গপুরের অল সেন্টস চার্চ স্কুলের (All Saints Church School) ১৫ জন পড়ুয়াই এবার ICSE-তে সফল হয়েছে। সর্বাধিক ৯৭ শতাংশ (97%) নম্বর পেয়েছে তনুদ্ভব রায় (Tanudhbhaba Roy)। প্রসঙ্গত এও উল্লেখ্য যে, গতকাল অর্থাৎ রবিবার (১৪ মে) ISC’রও ফলাফল প্রকাশিত হয়েছে। দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা ISC-তেও ভালো ফল করেছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন (VSN) এবং খড়্গপুর শহরের সেন্ট অ্যাগনেস (St. Agnes School, Kharagpur) স্কুলের পড়ুয়ারা। ISC-তে বিদ্যাসাগর শিশু নিকেতনের ১৩৪ জন পড়ুয়ার (সকলেই সফল) মধ্যে ৩৮ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এর মধ্যে, ৬ জন ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সর্বাধিক নম্বর পেয়েছে কলা বিভাগ (Humanities) থেকে সৃজনী ঘোষ (97.75%)। বিজ্ঞান (Science) বিভাগ থেকে সর্বাধিক নম্বর পেয়েছে সপ্তক হাজরা (96.5%)। এদিকে, সেন্ট অ্যাগনেস খড়্গপুরের ১০১ জন (সকলেই সফল) ISC পড়ুয়া’র মধ্যে বিজ্ঞান (Science), কলা (Humanities) ও বাণিজ্য (Commerce) বিভাগে সর্বাধিক নম্বর পেয়েছে যথাক্রমে- আদিত্য নায়ার (96.5%); বিধি জৈন (97.5%) এবং অনুষ্কা পাত্র (96.75%)। রয়েল অ্যাকাডেমি মেদিনীপুরের ৪০ জন পরীক্ষার্থীই সফল হয়েছে ISC-তে। এ প্রসঙ্গে আরো একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, আগামী ১৯-মে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…